Gold Smuggling: ইছামতি থেকে ২১ কোটি ২২ লক্ষ টাকার সোনা উদ্ধার করল বিএসএফ

Last Updated:

বাজেয়াপ্ত হওয়া এই সকল সোনা সামগ্রীর বাজার মূল্য ২১ কোটি ২২ লক্ষ টাকা। যা সাম্প্রতিক কালে বড় অঙ্কের সোনা উদ্ধার বলে দাবি বিএসএফের।

#বনগাঁ: ইছামতি পেরিয়ে ছোট নৌকা করে সোনা নিয়ে ভারতে ঢুকছিল সাত-আট জন পাচারকারী। সূত্র মারফত খবর পেয়ে জল পথেই অভিযান চালায় বিএসএফ (বর্ডার সিকিউরিট ফোর্স)। চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে গেলেও ওই নৌকা থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি ২২ লক্ষ টাকার সোনা।
সাম্প্রতিককালে এত মোটা অঙ্কের সোনা উদ্ধারের ঘটনা এই প্রথম বলে দাবি করেছে বিএসএফ। উত্তর ২৪ পরগণার বনগাঁ থানা এলাকার গুনারমাঠ গ্রাম। ইছামতির ওপারে বাংলাদেশ, এপারে ভারত। বৃহস্পতিবার তখন সবে সূর্য ডুবেছে ইছামতির পশ্চিম পারে। হালকা আলো আঁধারির সুযোগ নিয়ে জলপথে ছোট নৌকায় চেপে সোনা পাচারের  উদ্যোগ নিয়েছে সাত-আট চোরাচালানকারী। বিএসএফ-এর ১৫৮ নম্বর ব্যাটেলিয়ানের কাছে আগে থেকেই খবর ছিল, সোনা পাচার হতে পারে।
advertisement
advertisement
হঠাৎ সন্ধ্যা নামার পর ইছামতি নদীতে একটি নৌকা ও তাতে কয়েকটি মাথা দেখে সন্দেহ হয় কর্তব্যরত সীমান্ত রক্ষী বাহিনীর। এরপরই অভিযান চালান তাঁরা। বিএসএফ জওয়ানরা লক্ষ করেন জলপথে এপারে ঢুকে পড়েছে নৌকাটি। সেই সময় জওয়ানরা ওই নৌকার কাছে পৌঁছতেই সন্দেহভাজন চোরাকারবারিরা নৌকা থেকে ঝাঁপ দিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায় বলে দাবি বিএসএফের। এরপরই ওই নৌকায় তল্লাশি চালিয়ে ৩২১টি সোনার বিস্কুট, চারটি সোনার বার ও একটি সোনার কয়েন বাজেয়াপ্ত করে বিএসএফ।
advertisement
সূত্রের খবর, বাজেয়াপ্ত হওয়া এই সকল সোনা সামগ্রীর বাজার মূল্য ২১ কোটি ২২ লক্ষ টাকা। যা সাম্প্রতিক কালে বড় অঙ্কের সোনা উদ্ধার বলে দাবি বিএসএফের। তবে বিএসএফ কর্তারা আশাবাদী খুব শীঘ্রই এই চোরা কারবারীদের গ্রেফতার করা সম্ভব হবে। একইসঙ্গে ধরা পড়বে এই চক্রের মাথারাও। যে সোনাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি বাংলাদেশের খবরের কাগজে মোড়ানো অবস্থায় ছিল, যা থেকে বিএসএফ কর্তারা এখনও পর্যন্ত নিশ্চিত বাংলাদেশের কোন জায়গা থেকে এই সোনা গুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই চক্রের উৎস কোথায় তাও খুঁজে বার করতে চান বিএসএফ কর্তারা।
advertisement
Amit Sarkar
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gold Smuggling: ইছামতি থেকে ২১ কোটি ২২ লক্ষ টাকার সোনা উদ্ধার করল বিএসএফ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement