ঘরের দরজা বন্ধ, ডাকাডাকিতেও সাড়া নেই! শহরের হোটেল থেকে উদ্ধার বিএসএফ জওয়ানের মৃতদেহ
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Subha Dhali
Last Updated:
হোটেল কর্মীদের বয়ান অনুযায়ী, গত দু'দিন ধরে ওই বিএসএফ জওয়ানকে তাঁর ঘর থেকে বের হতে দেখা যায়নি
উত্তর ২৪ পরগণা, শুভ ঢালিঃ কলকাতায় ফের এক জওয়ানের রহস্যমৃত্যু। ভিআইপি রোডের ধারে হলদিরামের কাছের একটি হোটেল থেকে মঙ্গল ভিলান (৪৩) নামে এক বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাঞ্জাবের বাসিন্দা মঙ্গল দিল্লির সিজিও কমপ্লেক্সে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মদ্যপানের ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে ছুটিতে থাকা সত্ত্বেও তিনি কলকাতায় কেন এসেছিলেন এবং হোটেলে একাকী বসবাস করছিলেন, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।
সূত্রের খবর, গত ৩ জুলাই এক মাসের ছুটি নিয়ে পাঞ্জাবে নিজের বাড়ি যান মঙ্গল। এরপর ৩ অগাস্ট তিনি পাঞ্জাব থেকে বিমানে করে কলকাতায় আসেন। চলতি মাসের ৭ তারিখে তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি কাজে যোগ না দিয়ে কলকাতার ওই হোটেলে ওঠেন। এরপর থেকে সেখানেই থাকছিলেন।
আরও পড়ুনঃ খালের জলে ওটা কী? সাতসকালে হাড়হিম করা ঘটনা! চাঞ্চল্য দাসপুরে
হোটেল কর্মীদের বয়ান অনুযায়ী, গত দু’দিন ধরে মঙ্গলকে তাঁর ঘর থেকে বের হতে দেখা যায়নি। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকি করেও কোনও সাড়া না পাওয়ায় সন্দেহ হয় হোটেল কর্তৃপক্ষের। এরপরই তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে মঙ্গলের নিথর দেহ উদ্ধার করে।
advertisement
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, হোটেলে থাকাকালীন নিয়মিত মদ্যপান করতেন মঙ্গল। রোজ প্রায় দু’টি মদের বোতল তিনি শেষ করতেন বলে খবর। ঘরের ভিতর থেকেও মদের বোতল উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত মদ্যপানের জেরেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় একাধিক প্রশ্ন দানা বেঁধেছে। পাঞ্জাবের বাসিন্দা এবং দিল্লিতে কর্মরত একজন বিএসএফ জওয়ান ছুটিতে থাকাকালীন কলকাতায় কেন এলেন? তিনি কি কারও সঙ্গে দেখা করতে এসেছিলেন? নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে? পুলিশ এই সমস্ত দিক খতিয়ে দেখছে। তাঁর কলকাতায় আসার কারণ এবং এখানে তাঁর পরিচিত কেউ ছিল কিনা, তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গল ভিলানের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 12, 2025 10:34 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘরের দরজা বন্ধ, ডাকাডাকিতেও সাড়া নেই! শহরের হোটেল থেকে উদ্ধার বিএসএফ জওয়ানের মৃতদেহ