রবিবার মাংস হবে, তার আগে কেক কেটে সেলিব্রেশন! লুচি, মিষ্টি... BSF পূর্ণমের ঘরে কী হচ্ছে দেখুন!

Last Updated:

বিএসএফ কনস্টেবল পূর্ণম সাউ এক মাস পর রিষড়ায় ফিরছেন. পরিবারের খুশিতে কেক কাটা, লুচি-তরকারি, দই-মিষ্টির আয়োজন। মুক্তিতে কূটনৈতিক তৎপরতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তা উল্লেখযোগ্য।

রিষড়ার বিএসএফ কনস্টেবল পূর্ণম সাউ অবশেষে ফিরছেন নিজের বাড়িতে। খুশির জোয়ার তাঁর পরিবারে। ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে, পূর্ণম বাড়ি ফিরলেই হবে কেক কেটে সেলিব্রেশন। থাকবে তাঁর প্রিয় লুচি-তরকারি, দই-মিষ্টির আয়োজন। আজ একাদশী বলে আমিষ নয়, রবিবার হবে মাংস রান্না।
রিষড়ার বিএসএফ কনস্টেবল পূর্ণম সাউ অবশেষে ফিরছেন নিজের বাড়িতে। খুশির জোয়ার তাঁর পরিবারে। ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে, পূর্ণম বাড়ি ফিরলেই হবে কেক কেটে সেলিব্রেশন। থাকবে তাঁর প্রিয় লুচি-তরকারি, দই-মিষ্টির আয়োজন। আজ একাদশী বলে আমিষ নয়, রবিবার হবে মাংস রান্না।
রিষড়ার বিএসএফ কনস্টেবল পূর্ণম সাউ অবশেষে ফিরছেন নিজের বাড়িতে। খুশির জোয়ার তাঁর পরিবারে। ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে, পূর্ণম বাড়ি ফিরলেই হবে কেক কেটে সেলিব্রেশন। থাকবে তাঁর প্রিয় লুচি-তরকারি, দই-মিষ্টির আয়োজন। আজ একাদশী বলে আমিষ নয়, রবিবার হবে মাংস রান্না।
দশ দিন আগেই দেশের মাটিতে পা রেখেছিলেন পূর্ণম। কিন্তু একাধিক স্বাস্থ্য পরীক্ষা চলায় তাঁকে সঙ্গে সঙ্গে বাড়ি পাঠানো হয়নি। অবশেষে এক মাসের টানাপোড়েনের পর ফিরছেন তিনি।
advertisement
ঘটনার সূত্রপাত ২২ এপ্রিল। কাশ্মীরের পহেলগাঁও বৈসরন ভ্যালিতে জঙ্গিদের হামলায় নিহত হন ২৬ জন পর্যটক। পরদিনই পাঞ্জাবের ফিরোজপুরে ভারত-পাক সীমান্তে ডিউটির সময়ে অসাবধানতাবশত পাক ভূখণ্ডে ঢুকে পড়েন বিএসএফ-এর ২৪ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল পূর্ণম সাউ। গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্সের হাতে ধরা পড়েন তিনি।
এরপর শুরু হয় কূটনৈতিক স্তরে তৎপরতা। ভারতের বিএসএফ এবং পাকিস্তান রেঞ্জার্সের মধ্যে একাধিক ফ্ল্যাগ মিটিং হয়। পূর্ণমকে মুক্ত করার বিষয়ে উদ্যোগ নেয় ভারত। বিএসএফের তরফে তাঁর পরিবারকে আশ্বস্ত করা হয়—যে কোনও মূল্যে পূর্ণমকে ফেরানো হবে। এই সময়েই পূর্ণমের স্ত্রী রজনী সাউ এবং পরিবারের আরও কয়েকজন সদস্য পৌঁছে যান পাঠানকোটে।
advertisement
ঠিক এই সময়েই জঙ্গি হামলার বদলা নিতে *অপারেশন সিঁদুর* শুরু করে ভারত। পাকিস্তানের ভূখণ্ডে থাকা নটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। পাল্টা প্রত্যাঘাতের চেষ্টা করলেও পাকিস্তান ব্যর্থ হয়। সংঘর্ষের আবহে উৎকণ্ঠা বাড়ে পূর্ণমের পরিবারে।
advertisement
এই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ফোনে কথা বলেন পূর্ণমের স্ত্রীর সঙ্গে। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিএসএফ ডিজির সঙ্গেও যোগাযোগ করেন।
পরে ভারত-পাকিস্তান দুই দেশের DGMO-দের মধ্যে হটলাইন বৈঠক হয় এবং ঘোষণা হয় সংঘর্ষবিরতির। এরপর নতুন করে আশার আলো দেখতে শুরু করে পূর্ণমের পরিবার।
গত ১৪ মে পাক রেঞ্জার্স পূর্ণমকে মুক্তি দেয়। আটারি ওয়াগা বর্ডার দিয়ে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। সেদিন সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ণমের রিষড়া বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন।
advertisement
পূর্ণমের স্ত্রী বলেন, “খুব ভাল লাগছে, অবশেষে ও বাড়ি ফিরছে। তবে ওর কাছে ফোন ছিল না, তাই ঠিক কবে ফিরছে তা জানা যায়নি। দশ দিন আগে জানতাম ও ভারতে ফিরেছে। আজ ও আসবে শুনে দারুণ লাগছে। ওর পছন্দমতো সব কিছু রেঁধে রাখা হবে। আজকে ভেজ রান্না হচ্ছে ওট মিষ্টি দই খুব পছন্দের তাই সেটাও থাকছে।”
advertisement
এক মাসের অনিশ্চয়তা, দুশ্চিন্তা, আতঙ্ক এবং অপেক্ষার শেষে রিষড়ায় এখন শুধুই উৎসবের প্রস্তুতি। আজকের দিনটা পরিবারের কাছে শুধু আনন্দ নয়—এ এক ইতিহাস।
রাণা কর্মকার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রবিবার মাংস হবে, তার আগে কেক কেটে সেলিব্রেশন! লুচি, মিষ্টি... BSF পূর্ণমের ঘরে কী হচ্ছে দেখুন!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement