Birbhum News: খাবারে বিষ মিশিয়ে পাঁচ কুকুর ছানাকে হত্যার অভিযোগ, ময়না তদন্তের দাবি পশুপ্রেমীদের

Last Updated:

সিউড়ির টিন বাজারের ঘটনা,হত্যা করা হয়েছে কুকুরছানা গুলিকে এমনই অভিযোগ করছেন পশু প্রেমীরা।

প্রতীকী চিত্র 
প্রতীকী চিত্র 
বীরভূম : মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল বীরভূম। বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে মোট পাঁচটি কুকুর ছানার। আরও চারটি কুকুর ছানার অবস্থা আশঙ্কাজনক। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে মঙ্গলবার রাতে। এই ঘটনা ঘটার পরেই উত্তেজনা ছড়ায় সিউড়ির টিনবাজার এলাকায়। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সেটা এখনও স্পষ্ট করে বলা সম্ভব নয়। বর্তমানে ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল দুপুরের পর থেকেই এক এক করে মোট পাঁচটি সারমেয় অসুস্থ হয়ে পড়ে। এরপরেই পাঁচটি কুকুর ছানার মৃত্যু হয়। শহরের পশুপ্রেমী সংগঠনের সদস্যদের অভিযোগ, কুকুরগুলিকে বিষ খাইয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যে সিউড়ি থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। বুধবার সেই সমস্ত কুকুরছানা গুলির ময়নাতদন্ত করা হবে।
advertisement
advertisement
এই বিষয়ে সিউড়ির একটি পশুপ্রেমী সংস্থার সদস্য রাজস্বী ঘোষ জানান, আমাদের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে এসে পৌঁছাই এবং দেখতে পাই পাঁচটি কুকুরছানা মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং আরও বাকি চারটি কুকুর ছানার অবস্থা আশঙ্কাজনক। আমাদের মনে হয় এই কুকুরছানা গুলিকে কেউ বিষ খাইয়ে মেরে দিয়েছেন। তবে পুরো বিষয়টি ময়নাতদন্তের পর পরিষ্কার হবে। অন্যদিকে ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা ধীরেন দত্ত বলেন, গতকাল মঙ্গলবার তিনি ওই কুকুরছানা গুলিকে মৃত অবস্থায় দেখতে পান। তিনিও চান আসল যারা দোষী তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক।
advertisement
প্রসঙ্গত এর আগেও বীরভূমে এমন ঘটনা ঘটেছে। সেখানে আসল দোষীদের খুঁজে বের করে থানায় অভিযোগ জানানো হয়েছে।তাদের বিরুদ্ধে এখনও কোর্টে কেস ফাইল রয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
তাই এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের কাউকে ছাড়া হবে না এমনটাই আশা করছেন শহরের পশুপ্রেমীরা।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: খাবারে বিষ মিশিয়ে পাঁচ কুকুর ছানাকে হত্যার অভিযোগ, ময়না তদন্তের দাবি পশুপ্রেমীদের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement