West Midnapore News: আবাস যোজনার বাড়িকে ঘিরে আশায় বুক বাঁধছেন ইটভাটার মালিক থেকে কর্মীরা

Last Updated:

Pradhanmantri Awas Yojna: গ্রামে গ্রামে আবাস যোজনার বাড়ি হওয়ার কারণেই  আশায়  বুক বাঁধছেন ইটভাটার  শ্রমিকরা

আবাস যোজনার বাড়ি হওয়ার কারণেই  আশায়  বুক বাঁধছে ইটভাটার  শ্রমিকরা
আবাস যোজনার বাড়ি হওয়ার কারণেই  আশায়  বুক বাঁধছে ইটভাটার  শ্রমিকরা
সুকান্ত চক্রবর্তী, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর : শুরু হচ্ছে আবাস যোজনার বাড়ি, ফলে আশায় বুক বাঁধছেন ইটভাটার মালিকেরা।জানা যায় করোনার গেরো কাটিয়ে কয়েক বছর ধরে মুখ থুবড়ে পড়েছিল ইট শিল্প।  এ বার আবার গ্রামে গ্রামে আবাস যোজনার বাড়ি হওয়ার কারণেই  আশায়  বুক বাঁধছে ইটভাটার  শ্রমিকরা।
আবাস প্লাস প্রকল্পে প্রায় লক্ষাধিক বাড়ি তৈরি হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলায়, আর সেই বাড়ি তৈরি করতেই লাগবে প্রচুর ইট। জেলা প্রশাসন সূত্রে খবর নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে বাড়িগুলি  তৈরি করতে হবে।
আরও পড়ুন : ঘরেই হাজির পাহাড়! অসাধ্যসাধন করা শিল্পীর কীর্তিকে কুর্নিশ সকলের
এর ফলে বেজায় খুশি ইটভাটার মালিকেরা। কেন না গত দুই বছর ধরে ইট শিল্পে বেশ মন্দা চলছিল,  করোনার আতঙ্ক তো ছিলই, তার উপরে ছিল কয়লার দাম, ও জিএসটি নিয়ে নাবিশ্বাস ওঠার উপক্রম ।রুগ্ন হয়ে পড়েছিল ইটভাটা,কাজ হারিয়েছিলেন লক্ষাধিক শ্রমিক। ইট ভাটা সংগঠন সূত্রে একটি তথ্যে পাওয়া য়ায়, সেখানে বলা হচ্ছে রাজ্য ২০ শতাংশ ভাটা বন্ধ, ৪০ শতাংশ কোন রকমে চলছে, আর ৪০ শতাংশের অবস্থা মোটামুটি।
advertisement
advertisement
আরও পড়ুন :  ভালবাসার স্পর্শ দেওয়া শীতলপাটির শিল্পীদের দিন কাটছে চরম অনটনে
জেলা প্রশাসন সূত্রে খবর পশ্চিম মেদিনীপুর জেলায় আবাস প্রকল্পে  প্রথম দফায় শুধু পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ি হচ্ছে ১ লক্ষ ২৩৬ টি । সেই হিসেবে ইট লাগছে প্রায় ৪০ কোটি। প্রতিটি বাড়ি তৈরি করতে লাগবে ৪ হাজার ইট।বেঙ্গল ব্রিক ফিল্ড অনার্স অ্যাসোসিয়েশনের দাবি প্রথম দফায় গোটা রাজ্যে বাড়ি হচ্ছে ১০ লক্ষ ২৯ হাজার।  তার ফলে ৪০১ কোটি ১৬ লক্ষের মতো লাগছে সারা রাজ্যে ইট।
advertisement
রাজ্যে ইটভাটা রয়েছে প্রায় ৯ হাজারের মতো। এক কথায় এই আবাস প্লাসের বাড়ি শুরু হওয়ায়  আশায় বুক বাঁধছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা। ইটভাটা গুলিতে শুরু হয়েছে জোরকদমে  কাজ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Midnapore News: আবাস যোজনার বাড়িকে ঘিরে আশায় বুক বাঁধছেন ইটভাটার মালিক থেকে কর্মীরা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement