Howrah News: ঘরেই হাজির পাহাড়! অসাধ্যসাধন করা শিল্পীর কীর্তিকে কুর্নিশ সকলের
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Howrah News: এক টুকরো পাহাড়ি পরিবেশ হুবহু তুলে আনা, যেখানে রয়েছে পাহাড় গাছ নদী বা এক পাহাড় থেকে অন্য পাহাড় জুড়েছে একটি ব্রিজ, এমনই জীবন্ত নানা 'ল্যান্ডস্কেপ ' চিত্র
রাকেশ মাইতি, হাওড়া: এক টুকরো পাহাড়ি পরিবেশ হুবহু তুলে আনা। যেখানে রয়েছে পাহাড় গাছ নদী বা এক পাহাড় থেকে অন্য পাহাড় জুড়েছে একটি ব্রিজ। এমনই জীবন্ত নানা 'ল্যান্ডস্কেপ ' চিত্র।শিল্পীর হাতে তৈরি হচ্ছে একের পর এক মনোরম পাহাড়ি দৃশ্য। গত কয়েক বছর আগে থেকে শিল্পীর হাতে এই পাহাড়ি ল্যান্ডস্কেপ চিত্র তৈরি হতে শুরু হয়েছিল। লকডাউন এসে এই শিল্পকলার গতি আরও বাড়িয়ে দেয়। এই সমস্ত প্রাকৃতিক ল্যান্ডস্কেপ থিমে মজেছে মানুষ। শিল্পী প্রীতম গুইন ও দেবাশীষ মাজি জানান, এই কাজ শুরু হয়েছিল প্রায় চার বছর আগে। তবে সেই কাজের গতি আরও বাড়িয়ে দেয় লকডাউন পরিস্থিতি। সে সময় পাহাড়ে যেতে পারা যায়নি। তবে সেই পাহাড়কে ঘরের মধ্যে টেনা আনা সম্ভব হয়েছে।
সেই সমস্ত শিল্পকলা মানুষের মন ছুঁয়েছে। শিল্পী জানান, এই শিল্পকলা এখন পুরোপুরি বাণিজ্যিক ভাবে শুরু হয়নি। তবে দেখে মানুষ আনন্দ পাচ্ছে তাতেই ভীষণ খুশি দুই শিল্পী। এর টানে মাঝে মধ্যেই শিল্পীদের পাহাড়ে ছুটে যেতে হয়। পাহাড়ের দৃশ্য দেখে মনের মনিকোঠায় ফ্রেম মন্দির করে আনা। পরে সেটাকে জীবন্ত করে তোলা। এটাই এখন হাওড়ার দুই শিল্পীর কাজ হয়ে দাঁড়িয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : দিল্লির পাঁচতারা হোটেলে ৪ মাস থেকে ৩৫ লক্ষ টাকা বিল না মিটিয়েই চম্পট প্রতারকের
view commentsযেভাবে এই ল্যান্ডস্কেপ তৈরি হয় জানালেন দুই শিল্পী। প্রথমত বনসাই গাছ তৈরি করা হয়। তারপর বিভিন্ন পাথরের টুকরোকে সাজিয়ে পাহাড়ি দৃশ্য রুপ দেওয়া হয়। তারপর সেই ক্ষুদ্র পাহাড়ের সঙ্গে সামঞ্জস্য রেখে গাছ লাগানো হয়। তারপর গাছ ও পাহাড়ের গায়ে মজ ধরা পর্যন্ত অপেক্ষা। মজ ধরে সমূর্ণ হলে, দেখতে অবিকল পাহাড়ের মতই মনে হবে। আর এভাবেই গত কয়েক বছরে একাধিক বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলেছে দুই শিল্পী। এই শিল্পকলা নিয়ে আগামীতে বাণিজ্যিক ভাবে এগিয়ে যেতে চায় দুই শিল্পী।এই সমস্ত ল্যান্ডস্কেপ থিমের এক একটি মূল্য প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা থেকে শুরু।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 17, 2023 6:58 PM IST








