Hotel Leela Palace: ভুয়ো পরিচয়ে দিল্লির পাঁচতারা হোটেলে ৪ মাস থেকে ৩৫ লক্ষ টাকা বিল না মিটিয়েই চম্পট প্রতারকের

Last Updated:

Hotel Leela Palace: হোটেলকর্মীদের অভিযোগ, তিনি রুপোর বাসন এবং মুক্তোর ট্রে চুরি করে নিয়ে গিয়েছেন

Hotel Leela Palace (file photo)
Hotel Leela Palace (file photo)
নয়াদিল্লি: আবুধাবির রাজ পরিবারের কর্মচারীর পরিচয় দিয়ে এক ব্যক্তি দিল্লির বিলাসবহুল হোটেলে চার মাস থেকে, কয়েক লক্ষ টাকা অঙ্কের বিলের বড় অংশ না মিটিয়ে চম্পট দিলেন। দিল্লি পুলিশ এ বার হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে জনৈক মহম্মদ শরিফকে। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে দিল্লির লীলা প্যালেস হোটেল কর্তৃপক্ষ। হোটেলের তরফে দাবি, হোটেল লীলা প্যালেসের ৪২৭ নম্বর ঘরে গত বছর ১ অগাস্ট চেক ইন করেন শরিফ। চুপচাপ চলে যান ২০ নভেম্বর। হোটেলকর্মীদের অভিযোগ, তিনি রুপোর বাসন এবং মুক্তোর ট্রে চুরি করে নিয়ে গিয়েছেন।
অগাস্টে হোলেটে এসে তিনি দাবি করেন যে সংযুক্ত আরব আমিরশাহির বাসিন্দা এবং আবুধাবির রাজপরিবারের শেখ ফলাহ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। অতিথি হিসেবে পরিচয় দেওয়া অভিযুক্ত জানিয়েছিলেন তিনি ব্যক্তিগতভাবে শেখের সঙ্গে কাজ করেছেন। এবং অফিশিয়াল কাজের জন্য ভারতে এসেছিলেন বলেই তিনি জানান।
আরও পড়ুন :  যমজ সন্তানের জন্ম দিলেন তরুণী, যাদের বাবা আলাদা
নিজের দাবির স্বপক্ষে তিনি হোটেলে দেখিয়েছিলেন বিজনেস কার্ড, সংযুক্ত আরব আমিরশাহির রেসিডেন্ট কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র। তাঁর দাবিকে আরও মজবুত করতে তিনি হোটেলকর্মীদের সঙ্গে নিয়মিত গল্প করতেন তাঁর সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসের 'অভিজ্ঞতা' নিয়ে। পুলিশের ধারণা, তাঁর পেশ করা সব নথিপত্রই জাল। তদন্তকারীরা সেগুলি পরীক্ষা করে দেখছেন।
advertisement
advertisement
হোটেল লীলা প্যালেসে তাঁর চার মাস থাকার মোট বিল হয়েছিল ৩৫ লক্ষ টাকা। তিনি হোটেলকর্মীদের ২০ লক্ষ টাকার একটি চেক দিয়েছেন। তার পর বাকি টাকা না দিয়েই পালিয়ে গিয়েছেন। হোটেলের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখছেন দিল্লি পুলিশের তদন্তকারীরা।
বাংলা খবর/ খবর/দেশ/
Hotel Leela Palace: ভুয়ো পরিচয়ে দিল্লির পাঁচতারা হোটেলে ৪ মাস থেকে ৩৫ লক্ষ টাকা বিল না মিটিয়েই চম্পট প্রতারকের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement