Breakfast @ Rs.20: এই বাজারেও মাত্র ২০টাকায় পেয়ে যাবেন পঞ্চপদ! জানুন মেনু

Last Updated:

একবার এই দোকানে খেলে বারবার ফিরে আসতে মন চাইবে৷ দেখে নিন কোথায় রয়েছে এই দোকান...

#নদিয়া: অগ্নিমূল্য বাজারে সুখবর ভোজন রসিকদের জন্য! নূন্যতম দামে মিলছে পঞ্চপদ খাবার৷ মাত্র ২০ টাকায় (Breakfast at Rs.20) পাওয়া যাচ্ছে সকালের জলখাবার। পঞ্চপদে পেট যেমন ভরবে, তেমনই মনও ভরবে সকলের৷ সকাল সকাল এই খাবার অত্যন্ত পুষ্টিকর৷ এই অগ্নিমূল্যের বাজারে অবিশ্বাস্য হলেও এটাই বাস্তবে রূপান্তরিত করে দেখিয়েছেন কৃষ্ণনগর এলাকার প্রদীপ গড়াই।
২০১৭ সালে প্রদীপবাবু প্রথম খোলেন একটি চায়ের দোকান। তখন থেকেই তাঁর ভাবনা ছিল কীভাবে কম টাকায় সাধারণ মধ্যবিত্ত মানুষকে পেটপুরে খাওয়ার দিতে পারেন। যেমন ভাবা তেমনি কাজ৷ এখন মাত্র ২০ টাকায় সকালের প্রয়োজনীয় জলখাবার সকলের হাতে তুলে দিতে পারেন তিনি। এর মধ্যে রয়েছে একটি ডিম সিদ্ধ, হাফ পাউরুটি টোস্ট, একটি কলা, এক বাটি ঘুগনি ও এক কাপ লিকার চা।
advertisement
advertisement
তবে যদি কেউ দুধ চা খেতে চান তাহলে বাড়তি দু’টাকা বেশি দিতে হবে বলে জানালেন বিক্রেতা। ব্যবসায়ী প্রদীপ গড়াই জানান, ২০ টাকায় পঞ্চপদ দিয়ে জলখাবার বিক্রি করে খুব একটা অর্থ লাভ হয় না৷ কিন্তু জলখাবার খাওয়ার পরে অনেকেই বাড়তি কিছু কিনে নেন তার দোকান থেকে৷ সেই সমস্ত জিনিসপত্র বিক্রি করেই কিছু লাভ হয় তার৷ আর ওইটুকু আয় দিয়েই কোনরকমে সংসার চালাতে হয় প্রদীপ গড়াইকে৷
advertisement
ইতিমধ্যেই তার দোকানের সুনাম ছড়িয়ে পড়েছে জেলা থেকে জেলার বাইরেও। জেলার বাইরে থেকেও অনেকে ভিড় করছেন তাঁর দোকানে৷ এসে তার পঞ্চপদ ব্রেকফাস্টের সুনাম করেছেন এবং তার সাথে ছবিও তুলেছেন। জানান প্রদীপবাবু নিজেই৷ তবে বাঁধ সেধেছিল করোনা। ২০১৯ সালে লকডাউন এরপর থেকে তার আর্থিক অবস্থা খুবই খারাপ হতে থাকে৷ সেই অর্থনৈতিক ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেননি৷ তবুও ওই একই দামে পঞ্চপদের খাবার তুলে দিচ্ছেন ক্রেতাদের পাতে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Breakfast @ Rs.20: এই বাজারেও মাত্র ২০টাকায় পেয়ে যাবেন পঞ্চপদ! জানুন মেনু
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement