#সুতি: অন্যান্য জেলার মতো ইদের দিন মঙ্গলবার ভোর থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছিল মুর্শিদাবাদে। ঝোড়ো হাওয়ার দাপটের সঙ্গে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা । মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না এক মৎসজীবীর। বাড়ি ফিরল তাঁর নিথর দেহ। মঙ্গলবার ভোরে মাছ ধরতে গিয়েছিলেন সুতি ১ নম্বর ব্লকের বংশবাটী গ্রাম পঞ্চায়েতের আলুয়ানী গ্রামের এক মৎসজীবী৷ বজ্রাঘাতে প্রাণ হারালেন তিনি। পুলিশ জানিয়েছে মৃতের নাম অনন্ত সরকার ,বয়স ৫৫বছর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় মৎস্যজীবি রুটিরুজির টানে রোজকার মতো এদিন ভোরে বিলে যান মাছ ধরাতে। তখনই ঘটে অঘটন। মৃতের পরিবারের সদস্যরা জানান, মাছ ধরতে গিয়েছিলেন তিনি, যদিও হাতে ছাতা ছিল তার। আর বজ্রপাতে জেরেই অঘটন ঘটে। হঠাৎ করেই অন্যান্য চাষীদের নজরে আসে তার দেহ । দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় বাড়িতে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে অনন্ত সরকারের পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। সুতি থানার পুলিশ মৎসজীবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
ইদের ও অক্ষয় তৃতীয়ার সকাল থেকেই গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে শুরু হয়েছে প্রবল ঝড় ও বৃষ্টিপাত। সাথে বজ্রপাতও। কালবৈশাখীর তাণ্ডবের জেরে ইদের দিনেই প্রাণ গেল মাছ ধরতে যাওয়া অনন্ত সরকারের।এমন এক শুভদিনে এভাবে পরিবারের সদস্যের প্রাণহানি মেনে নিতে পারছেন না কেউ৷ মঙ্গলবার দুপুরে মৃত অনন্ত সরকারের দেহ ময়না তদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে । তবে পেশায় মৎস্যজীবি অনন্ত সরকারের মৃত্যুর পর কীভাবে সংসার চালাবে তার পরিবার, সেই নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা৷ কারণ তিনিই একমাত্র ছিলেন রোজগেরে৷ তাই তার মৃত্যুতে পরিবার একেবারে অসহায় হল পরিবার, এমনই মত গ্রামবাসীদের৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshidabad, South bengal news