Mahishadal Rajbari: অক্ষয় তৃতীয়ায় শুরু হল রাজবাড়ির রথযাত্রার কাউন্টডাউন! মহিষাদল রাজ পরিবারে উৎসবের আমেজ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এবার মহাধুমধামেই টানা হবে মহিষাদল রাজ পরিবারের প্রাচীণ রথ। তারই প্রস্তুতি হিসেবে প্রাচীণ পথা মেনে আজ, মঙ্গলবার, অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে বিশেষ পুজোপাটের মধ্য দিয়ে শুরু হল রথপর্বের প্রস্তুতি।
#পূর্ব মেদিনীপুর: করোনার কারণে গত দু'বছর সড়কে গড়ায়নি রথের চাকা। টান পড়েনি রথের রশিতেও। দু'বছরের বিরতি পর্বের শেষে এবার অবস্থা পাল্টাতে চলেছে। আষাঢ় মাসে টান পড়বে রথের রশিতে। এবার মহাধুমধামেই টানা হবে মহিষাদল রাজ পরিবারের প্রাচীণ রথ। তারই প্রস্তুতি হিসেবে প্রাচীণ পথা মেনে আজ, মঙ্গলবার, অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে বিশেষ পুজোপাটের মধ্য দিয়ে শুরু হল রথপর্বের প্রস্তুতি। মহিষাদল রাজ পরিবারের বর্তমান বংশধরদের উপস্থিতিতেই এই আনুষ্ঠানিক সূচনা হয়।
রথ পুজোর আগে আগেই আজ অক্ষয় তৃতীযয়ার বিশেষ তিথিতে পুজো-আচ্চা চলে মহিষাদল রাজ পরিবারের কূল-দেবতা গোপালজীউর মন্দিরে। অন্যান্য জায়গার মতো মহিষাদলের রথে জগন্নাথদেবের সঙ্গে বলরাম ও সুভদ্রাকে ওঠানো হয় না। মহিষাদলের রথে ওঠেন রাজ পরিবারের কুল দেবতা গোপালজীউ। তিথি এবং নিয়ম মেনে অক্ষয় তৃতীয়ার দিন গোপালজীউর মন্দিরে নিয়মনিষ্ঠা মেনেই পুজো হয়। তারপরই রথ পুজো করেন রাজ পরিবারের পুরোহিতরা।
advertisement
advertisement
জানা গিয়েছে, ১৭৭৪ সালে রাজবাড়ির এই গোপালজীউর মন্দিরটি স্থাপিত হয়। মন্দির স্থাপনের দু’বছর পর, অর্থাৎ ১৭৭৬ সাল থেকেই রথযাত্রা উৎসবের সূচনা হয়। সেই থেকে টানা চলে আসছে মহিষাদলের রথ। চারের দশকে স্বাধীনতাকালে এক বছর রথ কিছুটা টেনে বন্ধ করে দিয়েছিলেন এলাকার মানুষ। তার আগে বা পরে কখনই এই প্রাচীণ রথ টানা বন্ধ হয়নি। কিন্তু করোনার কারণে গত দু'বছর রথ টানার নিয়মে ছেদ পড়ে। গত দু’ বছর রথ টানা বন্ধই ছিল। এবার করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার রথ টানা হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন রাজ পরিবারের সদস্যরা। রাজ পরিবারের সদস্য হরপ্রসাদ গর্গ জানান, সকলের কল্যাণের জন্যই এই ব্যবস্থা৷ তাঁর বাড়ির পুরনো রথ টানার রীতি ফের শুরু হবে এবং এলাকার মানুষ তাতে অংশ নেবেন বলে জানান তিনি৷

advertisement
আজ,অক্ষয় তৃতীয়ার পূণ্য তিথিতেই সেই প্রাক রথ উৎসবের সূচনা হয়। রথ পুজোর সঙ্গে সঙ্গে গোপালজীউ মন্দির এবং রথের মাসি বাড়ি গুন্ডিচাবাটির মন্দিরেও পুজোপাট চলে। এতে অংশ নেন রাজ পরিবারের বর্তমান বংশধর শঙ্কর প্রসাদ গর্গ, হরপ্রসাদ গর্গ সহ মহিলা সদস্যারা। রথ দেখা, কলা বেচার মতো এদিন রাজবাড়ি ঘুরে দেখতে আসা পর্যটকরাও জড়ো হন রথপুজোর অনুষ্ঠানে। রাজ প্রাসাদ ঘুরে দেখার ফাঁকে অক্ষয় তৃতীয়ার দিনে রথের পুজো চাক্ষুষ করতে পেরে খুশি পর্যটকরা।
advertisement
SUJIT BHOWMIK
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2022 5:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahishadal Rajbari: অক্ষয় তৃতীয়ায় শুরু হল রাজবাড়ির রথযাত্রার কাউন্টডাউন! মহিষাদল রাজ পরিবারে উৎসবের আমেজ