কেষ্টর গড়ে তৃণমূল কার্যালয়ে ভয়াবহ বিস্ফোরণ

Last Updated:
#বীরভূম: সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তৃণমূলের দলীয় কার্যালয় ৷ বীরভূমের কাঁকড়তলার বড়রা গ্রামের ঘটনা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকড়তলা থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, সোমবার সাতসকালে বিস্ফোরণটি ঘটে ৷ বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ৷ বিস্ফোরণের জেরে উড়ে গিয়েছে তৃণমূল কার্যালয়ের ছাদ ৷ দরজা জানলা ভেঙে গিয়েছে ৷ গোটা কার্যালয়টাই প্রায় ভেঙে গিয়েছে ৷
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশেপাশে থাকা বাড়ি ঘরের জানলা-দরজাও কেঁপে ওঠে ৷ এরপর স্থানীয় বাসিন্দাদের খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ৷ যদিও এই ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি ৷
advertisement
advertisement
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ‘পার্টি অফিসে বিস্ফোরণ হয়নি ৷ পার্টি অফিস লক্ষ করে বোমা ছুঁড়ছিল দুষ্কৃতীরা ৷’ যদিও বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল বিস্ফোরণ নিয়ে কোনও মন্তব্য করেননি এখনও পর্যন্ত ৷
এই বিস্ফোরণের উদ্দেশ্য কি ? কারা এই ঘটনাটির সঙ্গে জড়িত রয়েছে ? এত বিস্ফোরক এলাকাতেই মজুত ছিল কিনা সেই সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ ৷
advertisement
লাগাতার বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দাম ৷ আন্তর্জাতিক বাজারে তেলের দরে ক্রমাগত বৃদ্ধি এবং মার্কিন ডলারের নিরিখে টাকার দরে অবিরাম পতনের জেরেই বাড়ছে পেট্রোল ডিজেলের দাম ৷ এর পাশাপাশি নিত‍্য প্রয়োজনীয় জিনিস, রান্নার গ‍্যাসের দাম বেড়ে যাওয়ার জেরে বাম-কংগ্রেসের ডাকে রাজ্য জুড়ে ভারত বনধের ডাক দিয়েছে বাম-কংগ্রেস ৷ তারমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে পরিস্থিতি থমথমে হয়ে গিয়েছে ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কেষ্টর গড়ে তৃণমূল কার্যালয়ে ভয়াবহ বিস্ফোরণ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement