Bolpur Santiniketan Weather Forecast: পচা গরমে হাঁসফাঁস, শান্তিনিকেতন ঘুরতে এসে নাজেহাল পর্যটকরা! কবে মিলবে মুক্তি? জানিয়ে দিল আবহাওয়া অফিস

Last Updated:

বীরভূমের বিভিন্ন জায়গার পাশাপাশি বোলপুর শান্তিনিকেতনের আবহাওয়ায় ভ্যাপসা গরম লক্ষ্য করা যাচ্ছে। আর এই ভ্যাপসা গরমেই নাজেহাল অবস্থা হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের।

গরমে হাঁসফাঁস অবস্থা
গরমে হাঁসফাঁস অবস্থা
বোলপুর-শান্তিনিকেতন, বীরভূম, ইন্দ্রজিৎ রুজ: বছরের বিভিন্ন সময় দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ঘুরতে আসেন। শান্তিনিকেতন ঘোরার পাশাপাশি বোলপুরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তারা। তবে এবার ভাদ্র মাসে শান্তিনিকেতন ঘুরতে এসে রীতিমত হাঁসফাঁস অবস্থা পর্যটকদের।
মঙ্গলবার সকাল থেকেই বীরভূমের বিভিন্ন জায়গার পাশাপাশি বোলপুর শান্তিনিকেতনের আবহাওয়ায় ভ্যাপসা গরম লক্ষ্য করা যাচ্ছে। আর এই ভ্যাপসা গরমেই নাজেহাল অবস্থা হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের।
advertisement
advertisement
বীরভূমের শ্রীনিকেতন আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। তবে অনুভূতি ৪০ ডিগ্রির মতো। মঙ্গলবার ছাড়াও বুধবার ও বৃহস্পতিবার একই রকম তাপমাত্রা লক্ষ্য করা যাবে বোলপুর শান্তিনিকেতনে। শুক্রবার থেকে সর্বোচ্চ তাপমাত্রার পারদ কিছুটা কমলেও আপাতত খুব একটা স্বস্তি মিলবে না বলেই জানা যাচ্ছে।
advertisement
এর পাশাপাশি আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। একইভাবে শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও ঝোড়ো হওয়ার দেখা মিলতে পারে জেলার বিভিন্ন অংশে।
advertisement
এমন আবহাওয়ায় বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসা সোদপুরের পর্যটক সোনালী দে জানিয়েছেন, গরমে হাঁসফাঁস অবস্থা। প্রচন্ড ঘাম হচ্ছে। গাড়িতে যাতায়াতের সময় কিছু বোঝা না গেলেও কোথাও দাঁড়ালেই ভাদ্র মাসের পচা গরম টের পাওয়া যাচ্ছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bolpur Santiniketan Weather Forecast: পচা গরমে হাঁসফাঁস, শান্তিনিকেতন ঘুরতে এসে নাজেহাল পর্যটকরা! কবে মিলবে মুক্তি? জানিয়ে দিল আবহাওয়া অফিস
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
  • উত্তরবঙ্গে দুর্যোগ চলবে !

  • কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement