মমতার পথেই 'ভাবছে' বিজেপি! এবার গ্রামে রাত্রিবাসের পরিকল্পনা গেরুয়া শিবিরের
- Published by:Soumendu Chakraborty
- Written by:Susmita Mondal
Last Updated:
বৈঠকে ভূপেন্দ্র যাদব পরিষ্কার জানিয়ে দিয়েছেন যেভাবেই হোক মানুষের মন জয় করতে হবে সংগঠন মজবুত করতে হবে।রাত্রিবাস করবে দলের চেনা পরিচিত মুখের কর্মী সমর্থক ও প্যানেলিস্টদের একাংশ। রাজ্যে যে ৩০-৪০ জন দলীয় টেলিভিশন প্যানেলিস্ট রয়েছেন, তাঁদের প্রত্যেককে রাজ্যের প্রত্যন্ত এলাকায় গিয়ে তিন থেকে চারদিন রাত্রিবাস করতে হবে।
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গ্রামে রাত্রিবাস’ করার কৌশল এবার অনুসরণ করতে চলেছে বিজেপি। শুধু টেলিভিশন চ্যানেলের ঠান্ডা ঘরে বসে বিতর্ক করা নয়, এবার বিজেপির মিডিয়া প্যানেলিস্টদেরও যেতে হবে গ্রাম থেকে গ্রামান্তরে। গ্রামীণ বাংলায় রাত্রিবাস করে তাঁরা শ্রোতা হয়ে শুনবেন সাধারণ মানুষের কথা। কালীপুজোর পরদিন থেকেই এই কর্মসূচি চালু করার পরিকল্পনা করছে পদ্ম শিবিরের থিংক ট্যাঙ্ক।
তৃণমূলের সফল কৌশল কাজে লাগানোর চেষ্টা বঙ্গ বিজেপির মত রাজনৈতিক মহলের। গত পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বকে গ্রামে গ্রামে রাত্রিবাস করে মানুষের মন বুঝতে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্বাচনে তৃণমূলের ফলই প্রমাণ করে দেয়, তাঁর সেই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতার সেই কৌশলই কাজে লাগাতে চাইছে বিজেপি।
advertisement
দলীয় সূত্রে খবর, সম্প্রতি বিজেপির পশ্চিমবঙ্গ মিডিয়া সেলের সঙ্গে এই বিষয়ে বিশেষ বৈঠক করেন বাংলার বিধানসভা নির্বাচনের দায়িত্বে থাকা পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। বিজেপি প্যানেলিস্টদের নতুন দায়িত্ব এবার জমি দখল করতে। বঙ্গ বিজেপির বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’ঘণ্টার ওই বৈঠকে ভূপেন্দ্র যাদব পরিষ্কার জানিয়ে দিয়েছেন যেভাবেই হোক মানুষের মন জয় করতে হবে সংগঠন মজবুত করতে হবে।রাত্রিবাস করবে দলের চেনা পরিচিত মুখের কর্মী সমর্থক ও প্যানেলিস্টদের একাংশ। রাজ্যে যে ৩০-৪০ জন দলীয় টেলিভিশন প্যানেলিস্ট রয়েছেন, তাঁদের প্রত্যেককে রাজ্যের প্রত্যন্ত এলাকায় গিয়ে তিন থেকে চারদিন রাত্রিবাস করতে হবে। জনসংযোগ বাড়াতেই মুলত এই পন্থা বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের তরফে। প্রতিটি এলাকার মানুষজনের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে এবং তাঁরা কী ধরনের সমস্যায় রয়েছেন সেই ব্যাপারে সম্যক ধারণা নিতে হবে। সমস্যার সমাধান এর পরিকল্পনা নিয়ে পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির এই কর্মসূচির অংশ হিসেবে। স্কুল, কলেজ, হাসপাতাল, পানীয় জল, স্বাস্থ্য ব্যবস্থা ও রাস্তাঘাটের মতো সমস্যাগুলি শুনে সমাধানের উপায় বের করতে হবে। আদিবাসী অধ্যুষিত এলাকায় জোর দিচ্ছে বিজেপি । প্রাথমিকভাবে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে এই কর্মসূচি চালুর দিকে জোর দেওয়া হচ্ছে। এর জন্য কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে- যেমন পুরুলিয়ার হুড়া ব্লক, বাঁকুড়ার শালতোড়া ব্লক-সহ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার পিছিয়ে পড়া ব্লকগুলি। রাজ্য বিজেপির এক নেতা বলেন, “তাঁরা মানে প্যানেলিস্টরা টেলিভিশনের পর্দায় নিয়মিত দলের বিষয়গুলি তুলে ধরেন। তাই তাঁদেরই এবার গ্রাম বাংলায় ঘুরে ঘুরে মানুষের নার্ভ বুঝতে হবে। মানুষের দুঃখ দুর্দশার কাহিনি রাজ্যবাসীর সামনে তুলে ধরবেন।” এর উদ্দেশ্য শুধু জনসংযোগ বৃদ্ধিই নয়, বরং তৃণমূলের বিরুদ্ধে ‘উদাসীনতা’র অভিযোগ তুলে মানুষের কষ্ট লাঘবের বার্তা দেওয়া।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 22, 2025 2:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মমতার পথেই 'ভাবছে' বিজেপি! এবার গ্রামে রাত্রিবাসের পরিকল্পনা গেরুয়া শিবিরের