Agnimitra Paul: কুকুরের গায়ে বাঁধা তৃণমূলের পতাকা, দেখতে পাওয়া মাত্রই বিজেপি বিধায়ক যা করলেন...

Last Updated:

Agnimitra Paul: শুক্রবার আসানসোলের ৫৬ নম্বর ওয়ার্ডে গোয়ালাপাড়া এলাকায় বিজেপি প্রার্থী রজনী লতা সিংয়ের প্রচারে গিয়েছিলে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল।

অগ্নিমিত্রা পাল (ফাইল ছবি)
অগ্নিমিত্রা পাল (ফাইল ছবি)
#আসানসোল: কুকুরের গায়ে বাঁধা তৃণমূলের পতাকা। আর তা দেখেই সেটি খুলে অন্য রাজনৈতিক দলের প্রতি সৌজন্যতা দেখালেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। শুক্রবার আসানসোলের ৫৬ নম্বর ওয়ার্ডে গোয়ালাপাড়া এলাকায় বিজেপি প্রার্থী রজনী লতা সিংয়ের প্রচারে গিয়েছিলে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেই প্রচারের ফাঁকেই তিনি দেখতে পান একটি কুকুরের গায়ে জড়িয়ে বাঁধা আছে তৃণমূলের পতাকা।
বিজেপি বিধায়ক সেটি দেখতে পেয়ে তৎক্ষণাৎ কুকুরটিকে কাছে ডেকে তৃণমূলের পতাকাটা খুলে দেন। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, রাজনৈতিকভাবে যতই তৃণমূল বিরোধী দল হোক না কেন, যে কোন দলের পতাকা তাদের কাছে ভগবানের মতো। আর তাই তৃণমূলের পতাকাকে সম্মান দিতেই কুকুরের গায়ে থেকে পতাকা টা খুলে ফেলেছি।
advertisement
advertisement
অগ্নিমিত্রা পাল বলেন, "হয়তো কোন বাচ্চা ছেলে এই কাজ করে থাকতে পারে। কিন্তু তৃণমূল নেতারা এত নির্বিকার কেন? তাঁদের পতাকাটিকে কুকুরের গায়ে বেঁধে রেখেছে, সেটি কেউ খুলে রাখার ব্যবস্থা কেন করেননি?'' এই বিষয়টি নিয়েও অগ্নিমিত্রা পাল সরব হয়েছেন। অন্যদিকে তৃণমূলের দাবি, এমন কাজ কারা করেছে, তা তারা জানতে পারেননি। তাঁদের অভিযোগ, বিজেপির লোকজন নিজেরাই প্রচার পেতে এগুলো করছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agnimitra Paul: কুকুরের গায়ে বাঁধা তৃণমূলের পতাকা, দেখতে পাওয়া মাত্রই বিজেপি বিধায়ক যা করলেন...
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement