Agnimitra Paul: কুকুরের গায়ে বাঁধা তৃণমূলের পতাকা, দেখতে পাওয়া মাত্রই বিজেপি বিধায়ক যা করলেন...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Agnimitra Paul: শুক্রবার আসানসোলের ৫৬ নম্বর ওয়ার্ডে গোয়ালাপাড়া এলাকায় বিজেপি প্রার্থী রজনী লতা সিংয়ের প্রচারে গিয়েছিলে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল।
#আসানসোল: কুকুরের গায়ে বাঁধা তৃণমূলের পতাকা। আর তা দেখেই সেটি খুলে অন্য রাজনৈতিক দলের প্রতি সৌজন্যতা দেখালেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। শুক্রবার আসানসোলের ৫৬ নম্বর ওয়ার্ডে গোয়ালাপাড়া এলাকায় বিজেপি প্রার্থী রজনী লতা সিংয়ের প্রচারে গিয়েছিলে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেই প্রচারের ফাঁকেই তিনি দেখতে পান একটি কুকুরের গায়ে জড়িয়ে বাঁধা আছে তৃণমূলের পতাকা।
বিজেপি বিধায়ক সেটি দেখতে পেয়ে তৎক্ষণাৎ কুকুরটিকে কাছে ডেকে তৃণমূলের পতাকাটা খুলে দেন। অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, রাজনৈতিকভাবে যতই তৃণমূল বিরোধী দল হোক না কেন, যে কোন দলের পতাকা তাদের কাছে ভগবানের মতো। আর তাই তৃণমূলের পতাকাকে সম্মান দিতেই কুকুরের গায়ে থেকে পতাকা টা খুলে ফেলেছি।
advertisement
advertisement
অগ্নিমিত্রা পাল বলেন, "হয়তো কোন বাচ্চা ছেলে এই কাজ করে থাকতে পারে। কিন্তু তৃণমূল নেতারা এত নির্বিকার কেন? তাঁদের পতাকাটিকে কুকুরের গায়ে বেঁধে রেখেছে, সেটি কেউ খুলে রাখার ব্যবস্থা কেন করেননি?'' এই বিষয়টি নিয়েও অগ্নিমিত্রা পাল সরব হয়েছেন। অন্যদিকে তৃণমূলের দাবি, এমন কাজ কারা করেছে, তা তারা জানতে পারেননি। তাঁদের অভিযোগ, বিজেপির লোকজন নিজেরাই প্রচার পেতে এগুলো করছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2022 10:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agnimitra Paul: কুকুরের গায়ে বাঁধা তৃণমূলের পতাকা, দেখতে পাওয়া মাত্রই বিজেপি বিধায়ক যা করলেন...