কলকাতা: 'দুয়ারে সরকার' পশ্চিমবঙ্গ সরকারের একটি সফল প্রকল্প। আমজনতার কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এই প্রকল্প সাড়া ফেলেছে জাতীয় স্তরেও। এবার এই দুয়ারে সরকারের মাধ্যমে জনগণকে স্বাস্থ্য বিষয়ক আরও সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার পথে হাঁটল নবান্ন। (তথ্য: সোমরাজ বন্দ্যোপাধ্যায়)
2/ 5
এবার থেকে দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও হবে। সেখানে করা যাবে একাধিক টেস্ট। জটিল থেকে রোজকার জীবনে যে সমস্ত রোগের শিকার হতে হয় আমজনতাকে, সেই সমস্ত টেস্ট করা যাবে। (তথ্য: সোমরাজ বন্দ্যোপাধ্যায়)
3/ 5
এবার থেকে দুয়ারে সরকার ক্যাম্পের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে হাইপার টেনশন, ডায়াবেটিস এবং ওরাল ক্যান্সার-এর পরীক্ষা করা হবে । শুধু তাই নয়, সমস্ত বয়সী ব্যক্তিদের চোখের পরীক্ষা করা হবে । (তথ্য: সোমরাজ বন্দ্যোপাধ্যায়)
4/ 5
করোনার দাপাদাপির মাঝেও টিবি-র রোগী কিছুতেই কমেনি। সেক্ষেত্রে যে কোন উপসর্গহীন ব্যক্তির টিউবারকিউলোসিস বা টিবি পরীক্ষা করা হবে। সম্ভব হলে করোনা টিকা দেওয়া হবেও। (তথ্য: সোমরাজ বন্দ্যোপাধ্যায়)
5/ 5
নবান্নের তরফে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রসঙ্গত, দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মানুষকে দিচ্ছে রাজ্য সরকার। সেই ক্যাম্প থেকেই এবার টিকাকরণ করা হতে পারে। এর ফলে টিকাকরণের গতি বাড়বে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। (তথ্য: সোমরাজ বন্দ্যোপাধ্যায়)