Birbhum Housewife Torture: স্বামীর বন্ধু, বোমা নিয়ে এসে দু বছর ধরে গৃহবধূকে ধর্ষণ! বীরভূমে ফাঁস বিজেপি নেতার কুকীর্তি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Supratim Das
Last Updated:
নির্যাতিতা মহিলা এবং অভিযুক্ত বিজেপি নেতা প্রতিবেশী৷ খয়রাশোল থানা এলাকার মুক্তিনগর গ্রামে থাকতেন তাঁরা৷
খয়রাশোল: বোমা মেরে স্বামী এবং সন্তানকে খুনের ভয় দেখিয়ে ২ বছর ধরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে৷ অভিযুক্ত ওই বিজেপি নেতা মহিলার স্বামীর বন্ধুও৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বীরভূমের খয়রাশোলে৷ অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম নীরব বালা৷
জানা গিয়েছে নির্যাতিতা মহিলা এবং অভিযুক্ত বিজেপি নেতা প্রতিবেশী৷ খয়রাশোল থানা এলাকার মুক্তিনগর গ্রামে থাকতেন তাঁরা৷ ওই গৃহবধূর অভিযোগ, তাঁর স্বামী এবং ছেলে যখন বাইরে থাকতেন তখন বোমা নিয়ে এসে স্বামী এবং ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দেখাতেন ওই বিজেপি নেতা৷ এই ভয় দেখিয়েই দু বছর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷
advertisement
advertisement
এমন কি, খেজুর গুড়ের সন্ধানে ওই দম্পতি বাইরে গেলেও সেখানে গিয়ে হাজির হতেন ওই বিজেপি নেতা৷ সেখানেও একই ভাবে তাঁর উপরে ওই বিজেপি নেতা নির্যাতন চালাতেন বলে অভিযোগ৷ গত শনিবার সকালেও অভিযুক্ত বিজেপি নেতা তাঁর উপরে নির্যাতন চালান বলে অভিযোগ ওই গৃহবধূর৷ এর পরই খয়রাশোল থানায় গিয়ে অভিযোগ জানান ওই মহিলা৷
advertisement
ঘটনার পর থেকেই অভিযুক্ত বিজেপি নেতা পলাতক৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2025 12:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Housewife Torture: স্বামীর বন্ধু, বোমা নিয়ে এসে দু বছর ধরে গৃহবধূকে ধর্ষণ! বীরভূমে ফাঁস বিজেপি নেতার কুকীর্তি