Panagarh Highway Horror: জাতীয় সড়কের উপরে গাড়ি নিয়ে মদ্যপ যুবকদের ধাওয়া, কটূক্তি! পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দনগরের তরুণীর

Last Updated:

চন্দ্রাদের গাড়ি ধাওয়া করে যে গাড়িটি, তাতে পাঁচ জন যুবক ছিলেন৷ গাড়ি থেকে সুতন্দ্রাদের গাড়ির উদ্দেশ্যে কটূক্তি করতে থাকে পাঁচ যুবক৷

পানাগড়ের দুর্ঘটনায় মৃত চন্দননগরের বাসিন্দা সুচন্দ্রা চট্টোপাধ্যায়৷
পানাগড়ের দুর্ঘটনায় মৃত চন্দননগরের বাসিন্দা সুচন্দ্রা চট্টোপাধ্যায়৷
অর্পণ চক্রবর্তী, পানাগড়: জাতীয় সড়কের উপরে ভয়াবহ দুর্ঘটনা৷ দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে গিয়ে গাড়ি উল্টে প্রাণ গেল তরুণীর৷ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের পানাগড়ের কাছে৷ মৃত তরুণীর নাম সুচন্দ্রা চট্টোপাধ্যায়৷ তিনি হুগলির চন্দননগরের বাসিন্দা৷
জানা গিয়েছে, নিহত ওই তরুণী একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার ছিলেন৷ রবিবার রাতে গয়ার একটি অনুষ্ঠানে যোগ দিতে গাড়িতে রওনা দেন সুতন্দ্রা সহ ওই সংস্থার আরও তিন জন কর্মী৷ অভিযোগ, ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল সুতন্দ্রাদের গাড়ি৷ সুতন্দ্রাদের গাড়ির চালকের দাবি, পানাগড়ের কাছে একটি পেট্রোল পাম্পে তেল নিতে দাঁড়ায় তাঁদের গাড়ি৷ এর পরই অন্য একটি গাড়ি তাঁদের গাড়ির পিছু নেয় বলে অভিযোগ৷
advertisement
advertisement
অভিযোগ, সুতন্দ্রাদের গাড়ি ধাওয়া করে যে গাড়িটি, তাতে পাঁচ জন যুবক ছিলেন৷ গাড়ি থেকে সুতন্দ্রাদের গাড়ির উদ্দেশ্যে কটূক্তি করতে থাকে পাঁচ মদ্যপ যুবক৷ এমন কি, দু বার পিছন থেকে ওই গাড়িটি সুতন্দ্রাদের গাড়িতে ধাক্কা মারে বলেও অভিযোগ৷ এর পরই সার্ভিস রোড ধরে গাড়ি নিয়ে দ্রুত  দার্জিলিং মোড়ের দিকে চলে যাওয়ার চেষ্টা করেন৷ কিন্তু পিছু নেওয়া গাড়িটি সুতন্দ্রাদের গাড়িটিকে ওভারটেক করে সামনে পথ আটকে দাঁড়ায়৷ তখনই নিয়ন্ত্রণ হারিয়ে সুতন্দ্রাদের গাড়িটি উল্টে যায় বলে অভিযোগ৷ দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান সুচন্দ্রা চট্টোপাধ্যায় নামে ওই তরুণী৷ চালকের পাশেই বাঁদিকের আসনে বসেছিলেন সুতন্দ্রা৷
advertisement
সুতন্দ্রা চট্টোপাধ্যায় নামে ওই তরুণীর দুই পুরুষ সহকর্মীও এই দুর্ঘটনায় আহত হন৷ এই দুর্ঘটনার পরই অভিযুক্তরা নিজেদের গাড়ি ফেলে পালায়৷
এত কিছুর পর ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ৷ দুটি গাড়িই বাজেয়াপ্ত করা হয়৷ যদিও অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷ জানা গিয়েছে, ঘাতক গাড়িটি পানাগড় এলাকারই৷ সুতন্দ্রার আহত দুই সহকর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ মৃত তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷ শিউরে ওঠার মতো এই ঘটনায় জাতীয় সড়কের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে৷ ব্যস্ত জাতীয় সড়কের উপরে একটি গাড়ি অন্য একটি গাড়িকে ধাওয়া করে বার বার ধাক্কা মারলেও কেন তা পুলিশের কোনও টহলদারি দলের চোখে পড়ল না, সেই প্রশ্ন উঠছে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panagarh Highway Horror: জাতীয় সড়কের উপরে গাড়ি নিয়ে মদ্যপ যুবকদের ধাওয়া, কটূক্তি! পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দনগরের তরুণীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement