Nandigram BJP TMC Fight: সকাল থেকেই তুমুল উত্তেজনা, নন্দীগ্রামে ফের সম্মানের লড়াইয়ে তৃণমূল-বিজেপি! শেষ হাসি হাসল কে?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
এ দিন নন্দীগ্রামের আমড়াতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল৷ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আগে থেকেই উত্তেজনা ছিল৷
নন্দীগ্রাম: আগামী বছরের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম পুনরুদ্ধার করাই পূর্ব মেদিনীপুর জেলায় প্রধান লক্ষ্য তৃণমূলের৷ কিন্তু তার আগে ফের একবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে জোর ধাক্কা খেল তৃণমূল৷
নন্দীগ্রামে সমবায় ভোটে একপেশে জয় পেল গেরুয়া শিবির৷ প্রবল উত্তেজনার মধ্যেই তৃণমূলকে ৪২-১৮ ব্যবধানে হারিয়ে দিল বিজেপি৷
advertisement
এ দিন নন্দীগ্রামের আমড়াতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল৷ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আগে থেকেই উত্তেজনা ছিল৷ তাই এ দিন সকাল থেকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে শুরু হয় ভোটগ্রহণ৷
advertisement
নন্দীগ্রামের আমড়াতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ৬০টি আসন৷ ভোট চলাকালীন এ দিন বিজেপি এবং তৃণমূলের কর্মী, সমর্থকদের মধ্যে দফায় দফায় বচসা এবং বাকবিতণ্ডা চলে৷ যদিও পর্যাপ্ত পরিমাণে পুলিশবাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি৷
শেষ পর্যন্ত ভোট গণনার পর দেখা যায়, ৬০টি আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৪২টি আসনে৷ তৃণমূল জয়ী হয় মাত্র ১৮টি আসনে৷ ভোটের ফল বেরোতেই উল্লাসে ফেটে পড়েন বিজেপি-র কর্মী, সমর্থকরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2025 6:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram BJP TMC Fight: সকাল থেকেই তুমুল উত্তেজনা, নন্দীগ্রামে ফের সম্মানের লড়াইয়ে তৃণমূল-বিজেপি! শেষ হাসি হাসল কে?