Bangladesh News: ইস্তফা দিয়ে দেশ ছাড়ছেন? রুদ্ধদ্বার বৈঠকে বড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন ইউনূস
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, ইস্তফা দিতে চান মহম্মদ ইউনূস৷ এমন কি, যে কোনও মুহূর্তে তিনি ইস্তফা দিতে পারেন বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে জল্পনা ছড়ায়৷
ঢাকা: ইস্তফার জল্পনায় আপাতত নিজেই জল ঢেলে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস৷ এ দিন দুপুরে আচমকাই নিজের সরকারের উপদেষ্টা পরিষদকে নিয়ে বৈঠক করেন মহম্মদ ইউনূস৷ সেই বৈঠক শেষেই বাংলাদেশ সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ মহম্মদ ইউনূসের ইস্তফার জল্পনা খারিজ করে দেন৷
পরিকল্পনা উপদেষ্টা মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই থাকছেন৷ ইস্তফা দেওয়ার কথা উনি বলেননি৷ অন্য উপদেষ্টারাও থাকছেন৷ আমরা প্রত্যেকেই নিজেদের দায়িত্ব পালন করতে এসেছি৷
advertisement
গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, ইস্তফা দিতে চান মহম্মদ ইউনূস৷ এমন কি, যে কোনও মুহূর্তে তিনি ইস্তফা দিতে পারেন বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে জল্পনা ছড়ায়৷ এমন কি, ইউনূস ইস্তফা দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বিদেশে আশ্রয় নিতে পারেন বলেও চর্চা শুরু হয়েছিল৷ মূলত, দেশের সেনাপ্রধান নির্বাচন করানোর জন্য অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দেওয়ার পরই ইউনূসের ইস্তফা জল্পনা জোরাল হয়৷ তার উপর ইউনূস সরকারের প্রস্তাবিত রোহিঙ্গা করিডরেরও বিরোধিতা করে বাংলাদেশ সেনা৷ দেশের মধ্যেও এই করিডর নিয়ে সমালোচনা শুরু হয়েছে৷
advertisement
কোণঠাসা হয়ে পড়েই ইউনূস পাল্টা চাপ সৃষ্টি করতে ইস্তফার হুমকি দিচ্ছেন বলে তাঁর সমালোচকরা দাবি করেছিলেন৷ শেষ পর্যন্ত সেই অনুমানই সত্যি বলে প্রমাণিত হল৷ আপাতত বাংলাদেশের দায়িত্ব থাকছে ইউনূসেরই হাতে৷ ট
এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ইউনূস নিজে অন্তত পাঁচ বছর ক্ষমতায় থাকতে আগ্রহী৷ নিজের সমর্থকদের মাধ্যমে কৌশলে সেই প্রচেষ্টা শুরুও করে দিয়েছেন তিনি৷ সূত্রের খবর, পাল্টা চাপ দেওয়ার কৌশল নিয়েছেন নোবেলজয়ী ইউনূস৷ তাঁর সমর্থকরা রাজধানী ঢাকা নির্বাচনের বিরোধিতা করে মিছিল করতেও শুরু করেছে৷ ঢাকার বিভিন্ন জায়গায় আগে সংস্কার, পরে নির্বাচন বলে দাবি তুলে পোস্টার পড়তেও শুরু করেছে৷
advertisement
গত বছর অগাস্ট মাসে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন মহম্মদ ইউনূস৷ পরবর্তী নির্বাচন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার কথা ছিল৷ সূত্রের খবর, এখন নির্বাচনকে এড়িয়েই পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইছেন ইউনূস৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2025 5:53 PM IST