Suryakumar Yadav : ২০টা ম্যাচে রান নেই, তবু বিশ্বকাপ দলে সুযোগ! এদিকে বাদ শুভমান গিল, কেন এই ক্রিকেটারকে বাঁচালেন কোচ গম্ভীর?

Last Updated:
Suryakumar Yadav : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজের ক্যাপ্টেন ছিলেন সূর্যকুমার যাদব। শেষ চারটি ম্যাচে তাঁর রান ৫,১২,৫,১২। অর্থাৎ এই সিরিজে তিনি একেবারে ফ্লপ। তবুও তাঁর উপর আস্থা রয়েছে কোচ গম্ভীরের।
1/6
গত ২০টি ইনিংসে সূর্যকুমার যাদবের ব্যক্তিগত স্কোর—২১ (১৭), ৪ (৯), ১ (৪), ০ (৩), ১২ (৭), ১৪ (৭), ০ (৪), ২ (৩), ৭* (২), ৪৭* (৩৭), ০ (৩), ৫ (১১), ১২ (১৩), ১ (৫), ৩৯* (২৪), ১ (৪), ২৪ (১১), ২০ (১০), ১২ (১১), ৫… এমন দুর্বল পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে কোনও ক্যাপ্টেনের নেই।
গত ২০টি ইনিংসে সূর্যকুমার যাদবের ব্যক্তিগত স্কোর—২১ (১৭), ৪ (৯), ১ (৪), ০ (৩), ১২ (৭), ১৪ (৭), ০ (৪), ২ (৩), ৭* (২), ৪৭* (৩৭), ০ (৩), ৫ (১১), ১২ (১৩), ১ (৫), ৩৯* (২৪), ১ (৪), ২৪ (১১), ২০ (১০), ১২ (১১), ৫… এমন দুর্বল পারফরম্যান্স সাম্প্রতিক সময়ে কোনও ক্যাপ্টেনের নেই।
advertisement
2/6
ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের খারাপ ফর্ম অব্যাহত। শেষ ২০টি টি২০ ইনিংসে একটি অর্ধশতকও করতে না পারা সূর্য মোট ২২৭ রান করতে পেরেছেন।
ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের খারাপ ফর্ম অব্যাহত। শেষ ২০টি টি২০ ইনিংসে একটি অর্ধশতকও করতে না পারা সূর্য মোট ২২৭ রান করতে পেরেছেন।
advertisement
3/6
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজের ক্যাপ্টেন ছিলেন সূর্যকুমার যাদব। শেষ চারটি ম্যাচে তাঁর রান ৫,১২,৫,১২। অর্থাৎ এই সিরিজে তিনি একেবারে ফ্লপ। তবুও তাঁর উপর আস্থা রয়েছে কোচ গম্ভীরের।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজের ক্যাপ্টেন ছিলেন সূর্যকুমার যাদব। শেষ চারটি ম্যাচে তাঁর রান ৫,১২,৫,১২। অর্থাৎ এই সিরিজে তিনি একেবারে ফ্লপ। তবুও তাঁর উপর আস্থা রয়েছে কোচ গম্ভীরের।
advertisement
4/6
২০২৬ টি২০ বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল থেকে আচমকাই বাদ দেওয়া হয়েছে শুভমান গিলকে। এমন একটা ঘটনা যে ঘটতে পারে তার কোনও আঁচই কেউ পাননি। ২৬ বছর বয়সী তারকা গিল এখন ভারতীয় দলের বড় ভরসা। সেই তিনিই খেলবেন না টি২০ বিশ্বকাপ! ক্য়াপ্টেন হিসেবে রাখা হয়েছে সূর্যকেই।
২০২৬ টি২০ বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল থেকে আচমকাই বাদ দেওয়া হয়েছে শুভমান গিলকে। এমন একটা ঘটনা যে ঘটতে পারে তার কোনও আঁচই কেউ পাননি। ২৬ বছর বয়সী তারকা গিল এখন ভারতীয় দলের বড় ভরসা। সেই তিনিই খেলবেন না টি২০ বিশ্বকাপ! ক্য়াপ্টেন হিসেবে রাখা হয়েছে সূর্যকেই।
advertisement
5/6
টানা অফ ফর্ম চলছে সূর্যকুমারের। তবুও তিনি এ যাত্রায় বেঁচে গেলেন। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটে রান নেই। সম্ভবত টি২০ বিশ্বকাপে শেষবার সুযোগ পাবেন সূর্য। সেখানেও রান না পেলে তাঁর টি২০ ভবিষ্যৎ অন্ধকার।
টানা অফ ফর্ম চলছে সূর্যকুমারের। তবুও তিনি এ যাত্রায় বেঁচে গেলেন। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটে রান নেই। সম্ভবত টি২০ বিশ্বকাপে শেষবার সুযোগ পাবেন সূর্য। সেখানেও রান না পেলে তাঁর টি২০ ভবিষ্যৎ অন্ধকার।
advertisement
6/6
কোচ গম্ভীরের আস্থাভাজন হয়েছেন সূর্য। কিন্তু গিলকে বাদ দেয় নির্বাচক কমিটি। এখন প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে এতটা ভরসাযোগ্য হয়ে উঠেছেন সূর্য! এদিকে, তাঁর ব্যাটে তো রান নেই।
কোচ গম্ভীরের আস্থাভাজন হয়েছেন সূর্য। কিন্তু গিলকে বাদ দেয় নির্বাচক কমিটি। এখন প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে এতটা ভরসাযোগ্য হয়ে উঠেছেন সূর্য! এদিকে, তাঁর ব্যাটে তো রান নেই।
advertisement
advertisement
advertisement