Bjp Candidate: সভা করেছেন মোদি, সেই আরামবাগে বিজেপি প্রার্থী কে? যা ঘটল, রীতিমতো অবিশ্বাস্য
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bjp Candidate: আরামবাগ থেকেই সম্প্রতি প্রথম লোকসভা ভোটের প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাপন সাঁতরা, আরামবাগ: প্রধানমন্ত্রীর সফরের পরেই আরামবাগে বিজেপির পোস্টার বিতর্ক। আরামবাগে বিজেপির প্রার্থী ঘোষণার আগেই বর্তমান বিধায়ককে প্রার্থী করার দাবি তুলে পোস্টার। আর তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জানা গিয়েছে, সোমবার সকালে আরামবাগের গৌরহাটি ১ নং পঞ্চায়েতের পৌসারা এলাকায় পোস্টারের ঘটনা সামনে আসে।
আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের ছবি ও বিজেপির লোগো সহ পোস্টারে লেখা রয়েছে ‘আরামবাগ লোকসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক জননেতা মধুসূদন বাগ মহাশয়কে প্রার্থী করতে হবে, এছাড়া অন্য কাউকে মানা হবে না’। সোমবার এই পোস্টার নজরে আসতেই শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে।
advertisement
advertisement
উল্লেখ্য, আরামবাগ থেকেই সম্প্রতি প্রথম লোকসভা ভোটের প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরের পরেই এহেন পোস্টার ঘিরে অস্বস্তিতে আরামবাগ বিজেপি নেতৃত্ব। যদিও ঘটনায় শাসক দলের মদতে এই পোস্টার লাগানোর অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের।
advertisement
আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ জানান, চক্রান্ত করে তাঁর জড়ানোর চেষ্টা করা হচ্ছে। দলের উর্ধ্বতন নেতৃত্ব সিদ্ধান্ত নেবে কে টিকিট পাবে। অন্যদিকে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষের দাবি, তৃণমূলের লোকজন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
তবে বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি বাবর আলীর পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফলেই এই পোস্টার লাগানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 2:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bjp Candidate: সভা করেছেন মোদি, সেই আরামবাগে বিজেপি প্রার্থী কে? যা ঘটল, রীতিমতো অবিশ্বাস্য