Tmc Candidate: কাঁথিতে সৌমেন্দুর বিরুদ্ধে তৃণমূলের কে? কর্মীদের হাতে কার ছবি? শুনলে তাজ্জব হয়ে যাবেন

Last Updated:

Tmc Candidate: বিজেপির পক্ষ থেকে কাঁথি লোকসভা কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, তথা শিশির অধিকারীর পুত্র সৌমেন্দু অধিকারী।

কাঁথিতে তৃণমূল প্রার্থী কে?
কাঁথিতে তৃণমূল প্রার্থী কে?
পঙ্কজ দাশ রথী, কাঁথি: প্রার্থী ছাড়াই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়েই ‘অধিকারী পাড়ায়’ প্রচারে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রার্থী ঘোষণা হয়নি এখনও, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই তাই অধিকারী পাড়ায় প্রচারে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
এদিকে বিজেপির পক্ষ থেকে কাঁথি লোকসভা কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, তথা শিশির অধিকারীর পুত্র সৌমেন্দু অধিকারী। শনিবার রাতে নাম ঘোষণা হতেই কাঁথি শহরে বিভিন্ন এলাকায় মোদিজি নামাঙ্কিত পোস্টার লাগিয়ে প্রচার শুরু করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।
advertisement
advertisement
এর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই রবিবার সন্ধ্যায় কাঁথি শহরে বিভিন্ন এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পোস্টার দিয়ে প্রচার শুরু করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রচারের অগ্রভাগে নেতৃত্ব দেন কাঁথি পুরসভা পুরপ্রধান ও কাঁথি সংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি। কাঁথি শহরের একাধিক দোকান ও বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে দেন তিনি। তৃণমূল প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণকে আবেদনও জানান। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন কাঁথি শহর যুব তৃণমূলের সভাপতি সুরজিত নায়ক, কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী, রুমা মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা।
advertisement
অপরদিকে, কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী আজ পটাশপুরের চন্দনপুরে ভোটে প্রচারে এসে মিছিলে যোগ দিলেন। পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করেন। নিজে মিছিলে পা মেলান ও কর্মীদের সঙ্গে জনসংযোগ করেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tmc Candidate: কাঁথিতে সৌমেন্দুর বিরুদ্ধে তৃণমূলের কে? কর্মীদের হাতে কার ছবি? শুনলে তাজ্জব হয়ে যাবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement