Tmc Candidate: কাঁথিতে সৌমেন্দুর বিরুদ্ধে তৃণমূলের কে? কর্মীদের হাতে কার ছবি? শুনলে তাজ্জব হয়ে যাবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Tmc Candidate: বিজেপির পক্ষ থেকে কাঁথি লোকসভা কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, তথা শিশির অধিকারীর পুত্র সৌমেন্দু অধিকারী।
পঙ্কজ দাশ রথী, কাঁথি: প্রার্থী ছাড়াই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়েই ‘অধিকারী পাড়ায়’ প্রচারে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রার্থী ঘোষণা হয়নি এখনও, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই তাই অধিকারী পাড়ায় প্রচারে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
এদিকে বিজেপির পক্ষ থেকে কাঁথি লোকসভা কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, তথা শিশির অধিকারীর পুত্র সৌমেন্দু অধিকারী। শনিবার রাতে নাম ঘোষণা হতেই কাঁথি শহরে বিভিন্ন এলাকায় মোদিজি নামাঙ্কিত পোস্টার লাগিয়ে প্রচার শুরু করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।
আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ঝড়, ৫ লাখ মানুষের মৃত্যু! কোথায় হয় জানেন, নামটা শুনলেই বলবেন, ‘তাই নাকি!’
advertisement
advertisement
এর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই রবিবার সন্ধ্যায় কাঁথি শহরে বিভিন্ন এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পোস্টার দিয়ে প্রচার শুরু করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রচারের অগ্রভাগে নেতৃত্ব দেন কাঁথি পুরসভা পুরপ্রধান ও কাঁথি সংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি। কাঁথি শহরের একাধিক দোকান ও বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে দেন তিনি। তৃণমূল প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণকে আবেদনও জানান। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন কাঁথি শহর যুব তৃণমূলের সভাপতি সুরজিত নায়ক, কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী, রুমা মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা।
advertisement
অপরদিকে, কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী আজ পটাশপুরের চন্দনপুরে ভোটে প্রচারে এসে মিছিলে যোগ দিলেন। পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করেন। নিজে মিছিলে পা মেলান ও কর্মীদের সঙ্গে জনসংযোগ করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 12:06 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tmc Candidate: কাঁথিতে সৌমেন্দুর বিরুদ্ধে তৃণমূলের কে? কর্মীদের হাতে কার ছবি? শুনলে তাজ্জব হয়ে যাবেন