Biswakarma Puja In Bhagabanpur: অসময়ে বিশ্বকর্মা পুজো, শীতের রাতে হঠাত্ কেন যন্ত্রের দেবতার পুজোয় মাতল ভগবানপুর?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Biswakarma Puja In bahagabanpur: অসময়ে কেন বিশ্বকর্মা পুজোয় মাতল ভগবানপুর!
#ভগবানপুর: কেলেঘাই নদীর বাঁধ ভেঙে প্লাবনে ভেসেছিল গ্রাম। সেই সঙ্গে টানা বৃষ্টির কারণে ওই সময় জলমগ্ন হয়ে পড়েছিল গোটা ভগবানপুর এলাকার বিস্তীর্ণ অঞ্চল। সেই সময় বানভাসি ভগবানপুরে বিশ্বকর্মা পুজোর আয়োজন করে উঠতে পারেননি স্থানীয় বাসিন্দারা।
বর্তমানে প্লাবন পরিস্থিতির উন্নতি হওয়ায় তিথি-ক্ষণ দেখে নিয়ম নিষ্ঠা মেনেই ভগবানপুরের সোনা ব্যবসায়ী কমিটির উদ্যোগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পুজো। জলমগ্ন হয়ে পড়া ভগবানপুরে সেই সময় রাস্তাঘাট ঘরবাড়িতেও জল ঢুকে পড়েছিল। পুরো বানভাসি অবস্থায় মধ্যে অথৈ জলে পড়ে গিয়েছিলেন ভগবানপুরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন। যার ফলে সেই সময় আর বিশ্বকর্মা পুজো করা সম্ভব হয়ে ওঠেনি।
advertisement
আরও পড়ুন- 'আমাদের ছেড়ে যাবেন না স্যার'... প্রিয় পুলিশের বদলিতে কেঁদে পড়ল গোটা পান্ডুয়া
ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়েছে। জল নেমেছে সব জায়গায়। বন্ধ দোকানপাট খুলতে পেরেছেন ভগবানপুরের ব্যবসায়ীরাও। যদিও আগের সেই আড়ম্বর আয়োজন নয়, অনেকটা অনাড়ম্বর ভাবেই যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনায় ব্রতী হয়েছেন ভগবানবানপুরের মানুষজন। বিশ্বকর্মার কাছে নিজেদের নদী ভাঙনের দুর্ভোগ দূর করার আর্জি জানানোর পাশাপাশি করোনার কঠিন সময় কেটে যাক, এই প্রার্থনাও জানাচ্ছেন ভগবানপুরের মানুষজন। শীতের রাতে যন্ত্রের দেবতার পুজো-পাটে মেতেছেন পুর্ব মেদিনীপুরের ভগবানপুরের মানুষজন।
advertisement
advertisement
আরও পড়ুন- আপনি কি 'এই' পৌরসভার বাসিন্দা? ভ্যাকসিনের দুটো ডোজই নেওয়া? বিরাট ছাড় পাবেন...
অসময়ের এই বিশ্বকর্মা পুজোয় অবশ্য উত্সাহ-উদ্দীপনার কোনও খামতি ছিল না। ভগবানপুরের মানুষ হউ-হুল্লোড় করেই পুজো সারলেন। অসময়ের এই পুজো ঘিরে মানুষের মধ্যে উত্সাহের শেষ ছিল না। নির্ধারিত সময়ে পুজো করা যায়নি। সেই সময় পুজো না হওয়ায় এলাকার বহু মানুষের মন খারাপ ছিল। সেই সময় অবশ্য প্লাবনের জন্য পুজো করার মতো পরিস্থিতিও ছিল না। তবে শেষমেশ বিশ্বকর্মা পুজো হওয়ায় ভগবানপুরে খুশির হাওয়া।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2022 12:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Biswakarma Puja In Bhagabanpur: অসময়ে বিশ্বকর্মা পুজো, শীতের রাতে হঠাত্ কেন যন্ত্রের দেবতার পুজোয় মাতল ভগবানপুর?