গাছের গায়ে বাঁধা হল রক্ষাকবচ! অন্যরকম রাখি বন্ধনের স্বাক্ষী হল জয়পুরের জঙ্গল
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
গাছ ও বন্যপ্রাণকে ভাল রাখার বার্তা দিয়ে এবার অভিনব রাখি উৎসবের আয়োজন করলেন জয়পুর রেঞ্জের বন কর্মী ও আধিকারিকরা।
বিষ্ণুপুর, বাঁকুড়া, দেবব্রত মন্ডল : বিশ্ব উষ্ণায়ন রোধে অন্যরকম পদক্ষেপ বন দফতরের। গাছেদের ভাল রাখার কামনায় উদ্ভিদকূলের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন। গাছের গায়ে রাখি পরিয়ে উদযাপন বন দফতরের। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং বন দফতরের আধিকারিকরা রাখি পরিয়ে বন্ধন তৈরি করলেন গাছের সঙ্গে।
পাশাপাশি বন্যপ্রাণ রক্ষার বার্তা দিয়ে দ্রুতগামী যানবাহনের চালকদের হাতেও পরানো হল রাখি। হাতে তুলে দেওয়া হল গাছ। উল্লেখ্য, মানুষের প্রয়োজনে বিশ্বজুড়ে দিন দিন কমছে গাছের সংখ্যা। অস্তিত্বের সঙ্কটে পড়ছে বন্যপ্রাণ। গলছে বরফ, বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা। আর তার ফলেই মাঝেমধ্যেই প্রকৃতি তার রুদ্র রূপ দেখাচ্ছে। তাই গাছ ও বন্যপ্রাণকে ভাল রাখার বার্তা দিয়ে এবার অভিনব রাখি উৎসবের আয়োজন করলেন জয়পুর রেঞ্জের বন কর্মী ও আধিকারিকরা।
advertisement
advertisement
জঙ্গলের গাছে গাছে রাখি পরিয়ে তাদের দীর্ঘ জীবন কামনা করা হল। পাশাপাশি বন্যপ্রাণ রক্ষার বার্তা দিয়ে জঙ্গলের বুক চিরে চলে যাওয়া বিষ্ণুপুর কোতুলপুর রাজ্য সড়কে যাতায়াতকারী দ্রুতগামী যানবাহনের চালকদের হাতে রাখি পরিয়ে দেন বন দফতরের কর্মী ও আধিকারিকেরা। দুর্ঘটনায় বন্যপ্রাণের লাগাতার মৃত্যু রুখতে জঙ্গলের রাস্তায় ধীরে যানবাহন চালানোর বার্তা দিয়ে চালকদের মিষ্টিমুখ করানো হয় এদিন।
advertisement
গাছ ও গাড়ি চালকদের পরানো রাখি পছন্দের ক্ষেত্রেও অভিনবত্ব দেখিয়েছে বন দফতর। এদিন গাছে গাছে যে রাখি পরানো হয়, তা তৈরি করা হয়েছে প্রকৃতিবান্ধব টেরাকোটা দিয়ে। রাখিতে স্থান পেয়েছে মল্ল রাজাদের হাতে তৈরী সুপ্রাচীন ও সুদৃশ্য স্থানীয় গোকুলচাঁদ মন্দির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 09, 2025 1:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গাছের গায়ে বাঁধা হল রক্ষাকবচ! অন্যরকম রাখি বন্ধনের স্বাক্ষী হল জয়পুরের জঙ্গল










