Birbhum Tourism: নলহাটেশ্বরী মন্দিরের কাছেই পর্যটকদের সুবিধের জন্য বিশেষ হোটেল, জানুন বিশদে

Last Updated:

Birbhum Tourism: নলহাটি মন্দির এসে আর না খেয়ে আপনাদের ফিরতে হবে না। মন্দিরের বাইরে চালু হলও নতুন খাবারের ঠিকানা।

+
নলহাটি

নলহাটি মন্দির

সৌভিক রায়, বীরভূম: লালমাটির শহর এই বীরভূম।এই বীরভূমে রয়েছে একাধিক রাজবাড়ি থেকে জমিদার বাড়ি। অন্যদিকে ৫১ টি সতীপীঠের মধ্যে অন্যতম পাঁচটি সতীপীঠ।যেগুলি হল দেবী কঙ্কালেশ্বরী দেবী, নলাটেশ্বরী, দেবী নান্দিকেশ্বরী, দেবী ফুল্লরা, দেবী মহিষমর্দিনী।এছাড়াও রয়েছে সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দির। প্রত্যেকদিন দেশ-বিদেশে বহু পর্যটক তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন এবং তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর তাঁরা ছুটে যান নলহাটির নলহাটেশ্বরী মন্দির।
আর সেই নলহাটির মন্দিরে পুজো দেওয়ার পর সেভাবে কোনও খাবার হোটেল পেতেন না পর্যটকেরা।কারণ এতদিন পর্যন্ত নলহাটেশ্বরী মন্দিরের আশেপাশে পাঁচ কিলোমিটারের মধ্যে দুপুরের ভাত খাওয়ার তেমন কোনও হোটেল ছিল না। যদিও নলহাটির মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থা থাকলেও আগে থেকে বুকিং করতে হয়। তবে অনেকেই ভোগের অগ্রিম বুকিং না করতে পারায় কিছু না খেয়েই পুজো দিয়ে ফিরে আসতে হত। আর সেই কথা চিন্তা করেই এবার মন্দিরের বাইরে খোলা হয়েছে একটি খাবারের হোটেল।
advertisement
মূলত নলহাটেশ্বরী মন্দির স্থাপনের পর এই প্রথম মন্দিরের সামনেই খোলা হল এই খাবারের দোকান। যেখানে আপনি ন্যায্য মূল্যে এবং সুন্দর পরিবেশে সকালের লুচি তরকারি থেকে শুরু করে দুপুরে বিভিন্ন ধরনের খাবার পাবেন খুব অল্প দামে।
advertisement
আরও পড়ুন : কুম্ভমেলার শোভা বাড়াচ্ছে বাংলার গাছ! ১৫০ কোটি টাকার গাছ গিয়েছে বলাগড়ের নার্সারি থেকে
মন্দিরে পুজো দিতে আগত এক পর্যটক বলেন বছরে তিনি অন্তত দুই থেকে তিনবার তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার পর নলহাটেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন। তবে মন্দিরের বাইরে সেইভাবে কোনও ভাল খাবারের হোটেল ছিল না।এই হোটেল খোলাতে অনেকটাই সুবিধা হয়েছে সকলের। তাই এবার যদি আপনি বীরভূমের অন্যতম সতীপীঠ নলহাটেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন তাহলে ভোজন নিয়ে আর চিন্তা করতে হবে না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum Tourism: নলহাটেশ্বরী মন্দিরের কাছেই পর্যটকদের সুবিধের জন্য বিশেষ হোটেল, জানুন বিশদে
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement