Birbhum News: সকালে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি, বিকেলে রোগীর মৃত্যু! সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Birbhum News: রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বীরভূমের সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত নার্সকে ঘিরে বিক্ষোভ দেখান মৃত বৃদ্ধের আত্মীয় ও স্থানীয় বিজেপি নেতা কর্মীরা।
সাঁইথিয়া, বীরভূম, সুপ্রতিম দাস: রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বীরভূমের সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে। শ্বাস কষ্ট নিয়ে মঙ্গলবার সকালে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন বীরভূমের সাঁইথিয়ার ৩ নম্বর ওয়ার্ড বড়কালি তলা এলাকার বাসিন্দা দেব প্রসন্ন রায়। বছর ৭৪। বিকালেই মারা যান রোগী।
চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সাঁইথিয়া হাসপাতালে কর্তব্যরত নার্সকে ঘিরে বিক্ষোভ দেখান মৃত বৃদ্ধের আত্মীয় ও স্থানীয় বিজেপি নেতা কর্মীরা। উল্লেখ্য, মৃত ব্যক্তি সাঁইথিয়ার বিজেপি নেত্রী পিয়া সাহার শ্বশুড়। পিয়া সাহা বীরভূমের সাঁইথিয়ায় বিধানসভা ও বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছিলেন।
আরও পড়ুনঃ পথশ্রী প্রকল্পের অধীনে মাটিয়ালিতে একসঙ্গে ৩টি রাস্তার কাজের উদ্বোধন, জলপাইগুড়িতে উন্নয়নের হাওয়া, বদলে যাবে এলাকার চেহারা
বিজেপি নেত্রীর শ্বশুরের মৃত্যুর ঘটনায় ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা। উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ। পরে সাঁইথিয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দিদির স্কুটিতে স্কুলে যাওয়ার পথে একী অঘটন! অকালে গেল শিশুর প্রাণ, সোনারপুরে হৃদয়বিদারক দুর্ঘটনা
জানা গিয়েছে, নিহতের পরিবারের সদস্যরা স্বাস্থ্য দফতরের দ্বারস্থ হয়ে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গালিফতির অভিযোগ জানাবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Jan 06, 2026 7:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: সকালে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি, বিকেলে রোগীর মৃত্যু! সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ









