Pathashree Project: পথশ্রী প্রকল্পের অধীনে মাটিয়ালিতে একসঙ্গে ৩টি রাস্তার কাজের উদ্বোধন, জলপাইগুড়িতে উন্নয়নের হাওয়া, বদলে যাবে এলাকার চেহারা

Last Updated:

Jalpaiguri Pathashree Project: রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অধীনে মাটিয়ালিতে একসঙ্গে ৩টি রাস্তার কাজের সূচনা হল। মঙ্গলবার পুজো অর্চনা ও ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হল। খুশি সাধারণ মানুষ।

পথশ্রী প্রকল্পের অধীনে মাটিয়ালিতে একসঙ্গে ৩টি রাস্তার কাজের সূচনা হল
পথশ্রী প্রকল্পের অধীনে মাটিয়ালিতে একসঙ্গে ৩টি রাস্তার কাজের সূচনা হল
মাটিয়ালি, জলপাইগুড়ি, রকি চৌধূরী: একসঙ্গে ৩টি রাস্তার কাজের সূচনা করা হল। মাটিয়ালি ব্লকের বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার তিনটি রাস্তার দৈর্ঘ্য প্রায় ৫.৫ কিলোমিটার। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে ওই রাস্তার কাজের সূচনা করা হয় এদিন। খুশি সাধারণ মানুষ।
মঙ্গলবার উত্তর ধুপঝোরা বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে ওই রাস্তার কাজের সূচনা হয়। উত্তর ধুপঝোরা বাজার থেকে ৯ নম্বর লাইন, লাল শুকরা পাড়া হয়ে গুরবা ধূড়া পর্যন্ত প্রায় ২.৯৬০ কিলোমিটার। খরপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে যোগেন পাসওয়ানের বাড়ি পর্যন্ত ১.৯৫০ কিলোমিটার ও জয়ন্তী গ্রাম থেকে সরস্বতী মোর আলেফ পাড়া শহিদুল ইসলামের বাড়ি পর্যন্ত ১.৪৪০ কিমি রাস্তার কাজের এদিন সূচনা করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ শিলিগুড়িতে গড়ে উঠছে ঝকঝকে টেবিল টেনিস অ্যাকাডেমি! অভিজ্ঞ কোচদের থেকে উচ্চমানের অনুশীলন-প্রশিক্ষণ, ফি নামমাত্র
পুজো অর্চনা ও ফিতে কেটে এদিন এই তিনটি রাস্তার কাজের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, মাটিয়ালি বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান ফুলমণি ওরাও, উপপ্রধান বিটেন রায়-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দিদির স্কুটিতে স্কুলে যাওয়ার পথে একী অঘটন! অকালে গেল শিশুর প্রাণ, সোনারপুরে হৃদয়বিদারক দুর্ঘটনা
দীর্ঘদিন ধরেই রাস্তাগুলি বেহাল দশায় পড়ে ছিল। যার ফলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল। রাস্তা সারাইয়ের দাবি তুলছিলেন স্থানীয়রা। অবশেষে এদিন রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার সকলেই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Pathashree Project: পথশ্রী প্রকল্পের অধীনে মাটিয়ালিতে একসঙ্গে ৩টি রাস্তার কাজের উদ্বোধন, জলপাইগুড়িতে উন্নয়নের হাওয়া, বদলে যাবে এলাকার চেহারা
Next Article
advertisement
Uttar Pradesh Draft Voter List: উত্তর প্রদেশে খসড়া তালিকায় বাদ ২ কোটি ৮৯ লক্ষ নাম, একধাক্কায় কমল ১৮ শতাংশ ভোটার!
উত্তর প্রদেশে খসড়া তালিকায় বাদ ২ কোটি ৮৯ লক্ষ নাম, একধাক্কায় কমল ১৮ শতাংশ ভোটার!
  • উত্তর প্রদেশে প্রকাশিত খসড়া ভোটার তালিকা৷

  • একধাক্কায় বাদ ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম৷

  • ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আপত্তি জানাতে পারবেন ভোটাররা৷

VIEW MORE
advertisement
advertisement