Birbhum News: চোখের পলকেই ফাঁকা হতে পারে আপনার সাধের বাড়ি, চরম বিপদে পড়ার আগে সতর্কবার্তা পুলিশের

Last Updated:

Birbhum News: শীত পড়তেই আতঙ্ক বাড়ছে জেলাজুড়ে। কখনও ভিক্ষাবৃত্তি আবার কখনও পণ্য বিক্রির আড়ালে ঘটছে ভয়ঙ্কর ঘটনা। আপনি যখন দুপুরে ভাত খেয়ে ভাত ঘুমে ব্যস্ত তখনই ঘটে যেতে পারে দুর্ঘটনা। চোখের নিমেষে সোনার গয়না, টাকা নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীর দল।

পুলিশের প্রচার
পুলিশের প্রচার
বীরভূম,সৌভিক রায়: শীত পড়তেই আতঙ্ক বাড়ছে জেলাজুড়ে। কখনও ভিক্ষাবৃত্তি আবার কখনও পণ্য বিক্রির আড়ালে ঘটছে ভয়ঙ্কর ঘটনা। আপনি যখন দুপুরে ভাত খেয়ে ভাত ঘুমে ব্যস্ত তখনই ঘটে যেতে পারে দুর্ঘটনা। চোখের নিমেষে সোনার গয়না, টাকা নিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীর দল। কিন্তু এরা কারা, কোথা থেকে আসছে? কেনই বা হাত সাফাইয়ের কাজে এরা এত পারদর্শী? এরা মূলত মহিলা। অনেকের কোলে থাকছে ফুটফুটে শিশু। বাংলার মানুষের সহানুভূতি আদায়ের অস্ত্র। কারণ কোলে ফুটফুটে শিশু থাকলেই আপনার মন মুগ্ধ হতে বাধ্য। আর এরা আসেন মূলত বিহার, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে। বাংলায় ঢুকে ছোট ছোট দলে ভাগ হয়ে নেমে পড়েন হাত সাফাই এর কাজে। মূলত বিহার, হরিয়ানা থেকে যারা আসে, পুলিশের খাতায় তারা ‘বানজারা গ্যাং’। আর উত্তরপ্রদেশ থেকে এলে ‘বদায়ু গ্যাং’।
তবে গ্রীষ্মকাল এবং বর্ষাকালে নয় বরং প্রধানত শীতকাল এই ধরনের অপরাধের মরশুম। জানা গিয়েছে, ইতিমধ্যেই বীরভূম জেলায় গ্যাংয়ের মহিলা সদস্যরা ঢুকে পড়েছে। বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ভিক্ষা করার ছলে বিভিন্ন বাড়িতে ও মন্দিরে ঢুকে সবটা দেখে নিচ্ছে। এর পর সুযোগ বুঝে লুট করে চম্পট। কিছু ঘটনাও ইতিপূর্বে ঘটে গিয়েছে। পুলিশ এবার এই সমস্ত গ্যাংয়ের কাজকর্ম রুখতে সচেতনতার উপর জোর কদমে নেমে পড়েছে। এলাকায় বিহার, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে কেউ এলে খবর দেওয়ার জন্য মাইকিং করেছে মুরারই থানার পুলিশ প্রশাসন।
advertisement
আরও পড়ুন-আর মাত্র ৩ দিন…! বুধের রাজকীয় চালে বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপাবে কর্কট-সহ ৩ রাশি, বছরের শেষ বাম্পার লটারি, ঘুরবে ভাগ্যের চাকা
পুলিশ প্রশাসন সূত্রে খবর, এই সমস্ত গ্যাংয়ের সদস্যারা বিভিন্ন স্টেশন চত্বর ও ফাঁকা জায়গায় অস্থায়ী ভাবে তাঁবু খাটিয়ে থাকতে শুরু করেছে। কেউ ভিক্ষা করছে। কেউ বা বেলুন, ছোটদের মাটির খেলনা তৈরি করে ঘুরে ঘুরে বিক্রি করছে। আর পুরুষরা পাখি ধরতে মাঠেঘাটে, জনবসতি এলাকায় ঢু মারছে। আবার অনেকে শীতের পোশাক নিয়ে হাজির হয়েছে উত্তরপ্রদেশের কিছু মানুষ। এদের কেউ কেউ ঘর ভাড়া নিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করছে।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! গজকেশরী রাজযোগে ‘গোল্ডেন টাইম’ শুরু ৫ রাশির, বিপুল অর্থলাভ, বজরঙ্গবলীর আশীর্বাদে খুলবে সৌভাগ্যের দরজা
তবে তাঁরা যে সবসময় সফল হচ্ছে সেটা না। কখনও চোর, কখনও ছেলে ধরা সন্দেহে গণপিটুনিরও শিকার হচ্ছে তাঁরা। মুরারইয়ের রাজগ্রাম এলাকায় টোটোয় মাইক বেঁধে প্রচার করতে দেখা যায় পুলিশকে। মাইকে বলা হচ্ছে, বিহার, ইউপি, হরিয়ানা থেকে আসা ব্যক্তিদের ঘর ভাড়া দেওয়ার আগে ভাল করে পরিচয় পত্র দেখে নিন। কোনও ধরনের সন্দেহ হলেই থানায় জানান। ঘর ফাঁকা রেখে যাবেন না। পরিচিত কাউকে বাড়িতে রেখে তবেই যাবেন। যদি দেখেন এলাকার কোনও ফাঁকা জায়গায় গ্যাং ঘাঁটি গেড়েছে, তা হলে অতিসত্বর থানায় খবর দিন। এছাড়াও বাড়ির বাইরে দাড়িয়ে অন্যদের কাছে কেনাকাটা করুন, কোনও ভাবেই তাদের বাড়ির ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি না দেবার জন্য আবেদন জানাচ্ছেন পুলিশ প্রশাসন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: চোখের পলকেই ফাঁকা হতে পারে আপনার সাধের বাড়ি, চরম বিপদে পড়ার আগে সতর্কবার্তা পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
  • সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং

  • রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে?

  • কলকাতায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

VIEW MORE
advertisement
advertisement