CCTV: হঠাৎ গা চুলকোতে শুরু করে! বাইক থেকে তারপরেই টেনে নিল হাতে ধরে রাখা টাকার ব্যাগ

Last Updated:

CCTV: একদম ফিল্মি কায়দায় চুরি!দেখুন সিসিটিভি ফুটেজ, যেভাবে সিনেমার চিত্রনাট্যের কায়দায় এই ঘটনাটি ঘটেছে তাতে হতবাক শহরের মানুষ।

+
প্রতীকী

প্রতীকী চিত্র

বীরভূম:  হিন্দি সিনেমা বা দক্ষিণী সিনেমাকে বলে গোল দিল এই ডাকাতি৷ ভরদুপুরে সকলকে বোকা বানিয়ে একেবারে টাকা লুঠে নিয়ে চলে গেল ডাকাত৷ তাও আবার ধুম স্টাইলে৷  দিনে দুপুরে চোখের সামনে ছিটিয়ে দেওয়া হল ধুলো। তবে সাধারণ এই ধুলো কিন্তু নয়।এই ধুলো হল আসলে চুলকানির পাউডার।
দিনে দুপুরে চুলকানির পাউডার দিয়ে জনবহুল রাস্তা থেকে এক বৃদ্ধার কাছ থেকে ৬৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালাল দুই মোটরসাইকেল আরোহী। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ভিডিও। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। জনবহুল রাস্তা থেকে এভাবে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
advertisement
বীরভূমের রামপুরহাটের ব্যাঙ্ক রোড এলাকার একটি গ্রামীণ ব্যাঙ্ক থেকে ৬৯ হাজার টাকা তুলেছিলেন তারাপীঠের কাছে পলশা গ্রামের শঙ্করী দাস নামে এক বৃদ্ধা। তিনি টাকা তুলে ব্যাঙ্ক থেকে বেরোনোর সময় তাঁর পীঠে চুলকানির পাউডার দিয়ে দেয় দুষ্কৃতীরা।শরীরে চুলকানি শুরু হওয়ায় ব্যাঙ্কের সামনে ফুটপাতে দাঁড়িয়ে শঙ্করী দাস, তাঁর টাকা ভর্তি ব্যাগটি পায়ের কাছে রেখে শরীর চুলকাতে থাকেন।
advertisement
আর ঠিক সেই সুযোগে এক দুষ্কৃতী টাকার ব্যাগটি নিয়ে তার সঙ্গে থাকা অপর এক দুষ্কৃতীর মোটর সাইকেলে চেপে চম্পট দেয়। এদিকে ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামপুরহাট থানার পুলিশ। এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখে ছিনতাইবাজদের ধরার চেষ্টা চালাচ্ছে রামপুরহাট থানার পুলিশ। শহরের ব্যস্ততম ও জনবহুল রাস্তায় দিন দুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় নিজেদের নিরাপত্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রামপুরহাট এলাকার মানুষজন।
advertisement
প্রত্যক্ষদর্শী নাদিম কাওসার জানান, রাস্তায় একজন বৃদ্ধা রাস্তায় কাঁদছিলতখন তার কাছে গিয়ে জানতে পারি তাঁর কাছ থেকে ৬৯ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। কি হয়েছে জিজ্ঞেস করতে শুভঙ্করী দাস আমাদের বলেন ‘‘ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি যাওয়ার জন্য গাড়ি ধরার জন্য যাচ্ছিলাম তখনই আমার শরীরে কেউ কিছু ছিটিয়ে পালিয়ে যায়। তখন আমি আমার শরীর জ্বালা করছিল আমি টাকার ব্যাগটা রেখে দেখছিলাম কেন জ্বালা করছে আমার শরীর।তখনই এই দুজন দুষ্কৃতী আমার ব্যাগ নিয়ে মোটর সাইকেলে চেপে পালিয়ে যায়।’’
advertisement
পুলিশ জানিয়েছে, ‘‘বৃদ্ধার শরীরে কিছু ছিটিয়ে একটা ছিনতাই এর ঘটনা ঘটেছে। বাইকে দুজন ছিল, এলাকার সিসিটিভি ফুটে খতিয়ে দেখে তদন্ত চলছে। দ্রুত ধরা পড়বে দুষ্কৃতীরা।’’ এইভাবে বীরভূমে অপরাধের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে সাম্প্রতিককালে। তবে যেভাবে সিনেমার চিত্রনাট্যের কায়দায় এই ঘটনাটি ঘটেছে তাতে হতবাক শহরের মানুষ।
Souvik Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CCTV: হঠাৎ গা চুলকোতে শুরু করে! বাইক থেকে তারপরেই টেনে নিল হাতে ধরে রাখা টাকার ব্যাগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement