Virat- Anushka: দারুণ সুখবর বিরাট-অনুষ্কার জীবনে, এবার আইপিও সেক্টরে বিরুষ্কা, বাজারে আসবে শেয়ার
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
virat-anushka: শীঘ্রই আসছে আইপিও, অবশেষে ছাড়পত্র পেল বিরাট-অনুষ্কা সমর্থিত গো ডিজিট
advertisement
ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা সমর্থিত গো ডিজিট-এর ইনিসিয়াল পাবলিক অফারিং (আইপিও)-কে ছাড়পত্র দিল মার্কেট নিয়ন্ত্রক সেবি। আসলে গো ডিজিট আইপিও-র ক্ষেত্রে বহু বার সম্মতি সংক্রান্ত বাধা এসেছে। যার ফলে পাবলিক অফারের জন্য অনুমোদন পেতে বেশ অনেকটা সময়ও লেগে গিয়েছে।
advertisement
advertisement
advertisement
গো ডিজিট আইপিও: কী কী জানা যাচ্ছে?এই আইপিও-তে রয়েছে ১২৫০ কোটি টাকা মূল্যের শেয়ারের একটি নতুন ইস্যু এবং ১০৯.৪ মিলিয়ন শেয়ার বিক্রয়ের প্রস্তাব রয়েছে। ড্রাফট পেপার বা খসড়া কাগজে দেখানো হয়েছে যে, সংশ্লিষ্ট সংস্থাটি নিজেদের মূলধন বাড়াতে এবং সচ্ছলতার মাত্রা বজায় রাখার জন্য আইপিও থেকে নেট আয় ব্যবহার করার পরিকল্পনা করেছে।
advertisement
advertisement