নানুরে নিখোঁজ নাবালিকার ডিএনএ মিলল মাস খানেক আগে উদ্ধার পচাগলা দেহের সঙ্গে! খু*ন নাকি আত্মহ*ত্যা? রহস্য
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Birbhum News: ঠিক এক মাস আগে পাপুরি গ্রামের একটি মাদ্রাসার পিছনে খালে এক নাবালিকার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই মৃতদেহের সঙ্গেই নানুরের খালা গ্রামের ১৫ বছরের নাবালিকা দিশা মণ্ডলের ডিএনএ মিলল।
নানুরম বীরভূম, ইন্দ্রজিৎ রুজ: নানুরে নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বীরভূমের নানুরের খালা গ্রামের ১৫ বছরের নাবালিকা দিশা মণ্ডলের ডিএনএ মিলল পাপুরি গ্রামে উদ্ধার হওয়া পচাগলা মৃতদেহের সঙ্গে। এক মাস পর অবশেষে দেহ হাতে পেল পরিবার। মেয়ের দেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন মা।
ঠিক এক মাস আগে পাপুরি গ্রামের একটি মাদ্রাসার পিছনে খালে এক নাবালিকার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই তারা খবর দেন থানায়। পুলিশ দেহটি উদ্ধার করে বোলপুর হাসপাতালে নিয়ে যায়। দেহের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। সেই সময়েই স্থানীয়দের একাংশের দাবি করেছিলেন, এই দেহ দিন কয়েক আগে নিখোঁজ হয়ে যাওয়া এক নাবালিকার। সেই আশঙ্কাই সত্যি হল। দিশা মণ্ডলের ডিএনএ মিলল উদ্ধার হওয়া পচাগলা দেহের সঙ্গে।
advertisement
আরও পড়ুনঃ বাবার রক্তে লাল ছেলের হাত! ঘুমন্ত অবস্থায় চলল এলোপাথাড়ি কোপ
মৃতার মা কেয়া মণ্ডলের অভিযোগ, মেয়েকে খুন করা হয়েছে। অথচ পুলিশ কোন সহযোগিতা করেনি। যদিও পুলিশের দাবি, নাবালিকা আত্মহত্যা করেছে।
advertisement
আরও পড়ুনঃ কাজে বেরিয়ে আর ফেরেননি বাড়ি! পাঁচ দিন নিখোঁজ থাকার পর জলে ভেসে উঠল… নদীর ধারে পড়ে সাইকেল
ঘটনার এক মাস কেটে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পরিবারের দাবি, নাবালিকার বান্ধবী পুরো ঘটনাটি জানে। ঘটনার তদন্তে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকায়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 12:00 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নানুরে নিখোঁজ নাবালিকার ডিএনএ মিলল মাস খানেক আগে উদ্ধার পচাগলা দেহের সঙ্গে! খু*ন নাকি আত্মহ*ত্যা? রহস্য