কাজে বেরিয়ে আর ফেরেননি বাড়ি! পাঁচ দিন নিখোঁজ থাকার পর জলে ভেসে উঠল... নদীর ধারে পড়ে সাইকেল

Last Updated:
নদীর পাড়ে পড়েছিল সাইকেল। টানা পাঁচ দিন খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে গ্রামের নদীর ঘাট থেকে উদ্ধার হয় কাঞ্চন রায়ের দেহ।
1/6
পাঁচ দিন নিখোঁজ থাকার পর ছয় দিনের মাথায় সকালে নদীর জলে ভেসে এলো দেহ ! ছয় দিনের মাঝে শনি ও রবিবার সিভিল ডিফেন্সের টিম শালী নদীর জলে নেমে চিরুনি তল্লাশি চালালেও খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ থাকা ওই ব্যক্তির, (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
বাঁকুড়া, অনিকেত বাউরী: পাঁচ দিন নিখোঁজ থাকার পর ছ'দিনের মাথায় সকালে নদীর জলে ভেসে উঠল দেহ! ছ'দিনের মাথায় শনি ও রবিবার সিভিল ডিফেন্সের টিম শালী নদীর জলে নেমে চিরুনি তল্লাশি চালালেও কোন খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ থাকা ওই ব্যক্তির। 
advertisement
2/6
এছাড়াও লাগাতার পুলিশ প্রশাসন সহ গ্রামবাসীরাও খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি তাকে। বাঁকুড়ার বেলিয়াতোড় থানার অন্তর্গত আমঠিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শালী নদী এবং সেই নদীর আমঠিয়া ঘাটে মঙ্গলবার সকালে ভেসে এলো ওই গ্রামের নিখোঁজ থাকা ৩৮ বছর বয়সের কাঞ্চন রায়ের মৃতদেহ! (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
এছাড়াও লাগাতার পুলিশ প্রশাসন-সহ গ্রামবাসীরাও বহু খোঁজাখুঁজি করে কিন্তু পাওয়া যায়নি তাকে। বাঁকুড়ার বেলিয়াতোড় থানার অন্তর্গত আমঠিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে শালী নদী এবং সেই নদীর আমঠিয়া ঘাটে মঙ্গলবার সকালে ভেসে এল গ্রামের নিখোঁজ থাকা ৩৮ বছরের কাঞ্চন রায়ের মৃতদেহ। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
3/6
বেলিয়াতোড় থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থরে তড়িঘড়ি গিয়ে সেই মৃতদেহটিকে উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য দেহটিকে পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে! (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
বেলিয়াতোড় থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থরে তড়িঘড়ি গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহটিকে পাঠানো হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
4/6
মৃত ব্যক্তির দাদা প্রবীর রায়ের দাবি প্রতিদিনের মতো তার ভাই কাঞ্চন রায় সাইকেল নিয়ে গত বৃহস্পতিবার বালি বওয়ার কাজে বেরিয়েছিলেন, বাড়ি না ফেরাই শুক্রবার বিষয়টি থানায় জানানো হয় এবং খোঁজাখুঁজি শুরু করা হয় (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
মৃত ব্যক্তির দাদা প্রবীর রায়ের দাবি, প্রতিদিনের মতো তার ভাই কাঞ্চন রায় সাইকেল নিয়ে গত বৃহস্পতিবার বালি বহন করার কাজে বেরিয়েছিলেন। বাড়ি না ফেরাই শুক্রবার বিষয়টি থানায় জানানো হয় এবং খোঁজাখুঁজি শুরু করা হয়।  (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
5/6
এবং দেখা যায় নদীর পাড়ে তার সাইকেলটি পড়ে আছে। টানা পাঁচ দিন খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালেই গ্রামের নদীর ঘাট থেকে উদ্ধার হয় কাঞ্চন রায়ের দেহ। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
সেই সময়েই দেখা যায় নদীর পাড়ে তার সাইকেলটি পড়ে আছে। টানা পাঁচ দিন খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালেই গ্রামের নদীর ঘাট থেকে উদ্ধার হয় কাঞ্চন রায়ের দেহ। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
6/6
মৃতের দাদা প্রবীর রায়ের দাবি তার ভাইকে পুরাতন শত্রুতার বসে খুন করা হয়েছে, পাশেই বাঁকুড়া ডাঙ্গা গ্রামের শ্যামল তুং নামের এক ব্যক্তির উপর সন্দেহ করছেন তিনি! ইতিমধ্যে এই বিষয়ে লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়েছে বেলিয়াতোড় থানায়! (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
মৃতের দাদা প্রবীর রায়ের দাবি, তার ভাইকে পুরাতন শত্রুতার বসে খুন করা হয়েছে। পাশেই বাঁকুড়া ডাঙ্গা গ্রামের শ্যামল তুং নামের এক ব্যক্তির উপর সন্দেহ করছেন তিনি। ইতিমধ্যে এই বিষয়ে লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়েছে বেলিয়াতোড় থানায়। (ছবি ও তথ্য: অনিকেত বাউরী)
advertisement
advertisement
advertisement