West Bengal news: ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সময় ভুল লেখার অভিযোগ, ডেথ সার্টিফিকেট পেতে সমস্যায় পরিবার
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
West Bengal news: মৃত্যুর মাসই বদলে দিল সরকারি রিপোর্ট! পাঁচ মাস আগেই ‘ময়নাতদন্ত’ দেখিয়ে থমকে ডেথ সার্টিফিকেট, অবিশ্বাস্য ভুলে ভোগান্তির শেষ নেই দুবরাজপুরে।
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: মৃত্যুর আগেই ময়নাতদন্ত, এই অবিশ্বাস্য তথ্যই এখন বিপাকে ফেলেছে দুবরাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনার্দন গড়াইকে। তাঁর বাবা অমূল্য গড়াইয়ের (৭৩) অস্বাভাবিক মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্টে এমন সময়কাল উল্লেখ করা হয়েছে, যা বাস্তব ঘটনার সঙ্গে ভীষণভাবে বেমানান। ফলে বাবার মৃত্যুর শংসাপত্র পেতে এখনও হন্যে হয়ে দৌড়চ্ছেন তিনি।
দুবরাজপুরের লালবাজার এলাকায় ছিলেন অমূল্যবাবুর বসবাস। দীর্ঘদিন অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে চলতি বছরের ৮ এপ্রিল তিনি আত্মঘাতী হন বলে পরিবারের দাবি। সেদিনই তাঁর দেহ উদ্ধার করে সিউড়ি জেলা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। কয়েক মাস পরে রিপোর্ট পেলেও সেখানে মৃত্যুর সময় হিসেবে লেখা নভেম্বর ২০২৪ অর্থাৎ মৃত্যুর প্রায় পাঁচ মাস আগে!
advertisement
advertisement
এই অস্বাভাবিক তথ্যগত ভুলের কারণে জনার্দন গড়াই বাবার মৃত্যুর শংসাপত্র সংগ্রহ করতে গেলে দুবরাজপুর পৌরসভা তা দিতে অস্বীকার করে। যুক্তি, মৃত্যুর আগেই ময়নাতদন্ত দেখানো হয়েছে, তাহলে কীভাবে সঠিক মৃত্যুর শংসাপত্র দেওয়া সম্ভব? জনার্দনের ক্ষোভ, “বাবা মারা গেছেন ২০২৫ সালের এপ্রিল মাসে। কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে দেখাচ্ছে ২০২৪ সালের নভেম্বর। এই ভুলের জন্য আমাকে থানার চক্কর কাটতে হচ্ছে, হাসপাতাল যেতে হচ্ছে। পৌরসভা বলছে, ময়না তদন্তের রিপোর্টের তথ্য ঠিক না হলে মৃত্যুর শংসাপত্র দেওয়া যাবে না। কিন্তু রিপোর্ট না পেলে ব্যাংকের টাকাও ছাড়াতে পারছি না। প্রমাণই দিতে পারছি না বাবা মৃত না জীবিত!”
advertisement
এদিকে, দুবরাজপুর থানা সূত্রে দাবি, ময়নাতদন্ত রিপোর্টের ভুল সংশোধনের জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। সিউড়ি জেলা হাসপাতালের সুপার প্রকাশচন্দ্র বাগ স্বীকার করেছেন, “কম্পিউটারে এন্ট্রি করার সময় ভুল হয়েছে। তা শুধরে দেওয়া হচ্ছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 15, 2025 7:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সময় ভুল লেখার অভিযোগ, ডেথ সার্টিফিকেট পেতে সমস্যায় পরিবার

