West Bengal News: স্কুলের সামনে এসে ছাত্রীদের উত্যক্ত! রোমিওদের মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসীরা

Last Updated:
West Bengal news: এলাকায় মটর বাইক নিয়ে রোমিওদের তান্ডব। আর শুধু তান্ডব নয়, মটর বাইক নিয়ে দাপাদাপি ও স্কুলের সামনে উত্যক্ত করার কারণে বেশ কয়েকজন যুবককে মাথা মুড়িয়ে বাড়ি পাঠানো হল যুবকদের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙাতে।
1/5
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: এলাকায় মটর বাইক নিয়ে রোমিওদের তান্ডব। আর শুধু তান্ডব নয়, মটর বাইক নিয়ে দাপাদাপি ও স্কুলের সামনে উত্যক্ত করার কারণে বেশ কয়েকজন যুবককে মাথা মুড়িয়ে বাড়ি পাঠানো হল যুবকদের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙাতে।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: এলাকায় মটর বাইক নিয়ে রোমিওদের তান্ডব। আর শুধু তান্ডব নয়, মটর বাইক নিয়ে দাপাদাপি ও স্কুলের সামনে উত্যক্ত করার কারণে বেশ কয়েকজন যুবককে মাথা মুড়িয়ে বাড়ি পাঠানো হল যুবকদের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙাতে।
advertisement
2/5
জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার বেলডাঙা কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল হাইস্কুল যখন সকাল হতেই শুরু করে তখন কিছু যুবক মটর বাইক নিয়ে এলাকায় দাপাদাপি করতে থাকে। শুধু তাই নয়, স্কুলে আসা ছাত্রীদেরকেও কটুক্তি করে বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে প্রশাসনকে জানান হয় একাধিকবার। যদিও পুলিশ সঙ্গে সঙ্গে এলাকায় টহলদারি শুরু করে। কিন্তু পুলিশের টহলদারি শেষ হলেই আবার নতুন করে রোমিওদের দাপাদাপি হতে থাকে। মটর বাইকের গতি থাকে ভয়ঙ্কর।
জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার বেলডাঙা কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল হাইস্কুল যখন সকাল হতেই শুরু করে তখন কিছু যুবক মটর বাইক নিয়ে এলাকায় দাপাদাপি করতে থাকে। শুধু তাই নয়, স্কুলে আসা ছাত্রীদেরকেও কটুক্তি করে বলেও অভিযোগ। বিষয়টি নিয়ে প্রশাসনকে জানান হয় একাধিকবার। যদিও পুলিশ সঙ্গে সঙ্গে এলাকায় টহলদারি শুরু করে। কিন্তু পুলিশের টহলদারি শেষ হলেই আবার নতুন করে রোমিওদের দাপাদাপি হতে থাকে। মটর বাইকের গতি থাকে ভয়ঙ্কর।
advertisement
3/5
স্কুলের পরিচালন কমিটির সদস্যরা জানিয়েছেন, মটর বাইক নিয়ে দাপাদাপি স্কুল চত্বরে এখন নিত্যদিনের ঘটনা। পাঠরত ছাত্রীদের দেখে কটুক্তি করতে থাকে কিছু যুবক বেশ কিছু দিন ধরেই। এটা নিয়ে ছাত্রী থেকে অভিভাবক সকলেই আমাদের কে জানিয়েছে। আমরা প্রশাসনকে আরও কড়া হতে অনুরোধ করেছি। তাই মটর বাইক থেকে রোমিওদের নামিয়ে মাথা মুড়িয়ে ন্যাড়া করে দেওয়া হয়েছে।
স্কুলের পরিচালন কমিটির সদস্যরা জানিয়েছেন, মটর বাইক নিয়ে দাপাদাপি স্কুল চত্বরে এখন নিত্যদিনের ঘটনা। পাঠরত ছাত্রীদের দেখে কটুক্তি করতে থাকে কিছু যুবক বেশ কিছু দিন ধরেই। এটা নিয়ে ছাত্রী থেকে অভিভাবক সকলেই আমাদের কে জানিয়েছে। আমরা প্রশাসনকে আরও কড়া হতে অনুরোধ করেছি। তাই মটর বাইক থেকে রোমিওদের নামিয়ে মাথা মুড়িয়ে ন্যাড়া করে দেওয়া হয়েছে।
advertisement
4/5
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ মুস্তাফা বলেন, কয়েকজন যুবক স্কুলে আসা ছাত্রীদের কে দেখে প্রায় দিন উত্যক্ত করত, আমাদের বিষয়টি নজরেও আসে। স্কুল শুরু ও শেষ হওয়ার সময় এই মটর বাইক বাহিনীর দাপট অব্যাহত থাকে। পরে পুলিশকে আমরা বিষয়টি জানায়, আর তারপরেই মটর বাইক থামিয়ে যুবকদের মাথা মুড়িয়ে ন্যাড়া করে দেওয়া হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ মুস্তাফা বলেন, কয়েকজন যুবক স্কুলে আসা ছাত্রীদের কে দেখে প্রায় দিন উত্যক্ত করত, আমাদের বিষয়টি নজরেও আসে। স্কুল শুরু ও শেষ হওয়ার সময় এই মটর বাইক বাহিনীর দাপট অব্যাহত থাকে। পরে পুলিশকে আমরা বিষয়টি জানায়, আর তারপরেই মটর বাইক থামিয়ে যুবকদের মাথা মুড়িয়ে ন্যাড়া করে দেওয়া হয়।
advertisement
5/5
বেলডাঙা থানার পুলিশ জানিয়েছে, পুলিশ সব সময় সক্রিয়। কোথাও কোনও অভিযোগ পেলেই তদন্ত করে দেখা হবে। মটর বাইক নিয়ে স্কুলের সামনে দাপাদাপি হচ্ছিল। বর্তমানে মাথা মুড়িয়ে দেওয়ার পরেই বাইকের দাপট কম আছে।
বেলডাঙা থানার পুলিশ জানিয়েছে, পুলিশ সব সময় সক্রিয়। কোথাও কোনও অভিযোগ পেলেই তদন্ত করে দেখা হবে। মটর বাইক নিয়ে স্কুলের সামনে দাপাদাপি হচ্ছিল। বর্তমানে মাথা মুড়িয়ে দেওয়ার পরেই বাইকের দাপট কম আছে।
advertisement
advertisement
advertisement