Birbhum News: বীরভূম জেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতি কার্যালয়ের উন্মোচন!কী সুবিধা মিলবে জানেন?
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Birbhum News: বীরভূম জেলায় প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতি কোটাসুর শাখা কার্যালয়ের উন্মোচন হলও সারম্বরের সঙ্গে। রবিবার উদ্বোধন হয় এই শাখার।
বীরভূম জেলায় প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতি কোটাসুর শাখা কার্যালয়ের উন্মোচন হলও সারম্বরের সঙ্গে। রবিবার উদ্বোধন হয় এই শাখার। মূলত বীরভূম জেলার আর্মি, এয়ারফোর্স,নেভিতে যারা ছিলেন তাদের রিটায়ারমেন্টের পর বিভিন্ন রকম সমস্যা থাকে। আর সেই সমস্যা সরকারি লেভেলে সমাধান হয় না। সেই সমস্যা দূর করতেই এই উদ্যোগ।
সেই জন্য প্রাক্তন সৈনিকরা সেই সমস্যা মেটানোর জন্য একটি কার্যালয়ের উদ্বোধন করলেন বীরভূমের কোটাসুরে। এখান থেকেই প্রাক্তন সেনাবাহিনীদের বিভিন্ন রকম অফিশিয়াল কাজ, ব্যক্তিগত বা পারিবারিক কোনো অসুবিধা মেটানো ছাড়াও বিভিন্ন রকম কাজ হবে কোটাসুরের এই অফিস থেকে। জানা যায় আর সেই অফিসে মাঝেমধ্যেই ভিজিটে আসবেন পানাগরের ক্যান্টনমেন্ট থেকে আর্মি অফিসাররা।
advertisement
উল্লেখ্য ময়ূরেশ্বর ও সাঁইথিয়া ব্লক এলাকার প্রায় ১০৮ জনের সদস্য নিয়ে বীরভূম জেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতির শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়। আর সেখানেই প্রাক্তন সৈনিকদের মধ্য থেকেই ফিতে কেটে নতুন অফিস করে সেই কার্যালয়ের শুভ সূচনা করা হলও। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাবাহিনীরা সহ তাদের পরিবারের লোকজন ও কোটাসুর এলাকার বিশিষ্টজনেরা।রবিবার জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী সংগীত গাওয়ার পাশাপাশি ফিতে কেটে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
advertisement
advertisement
ঠিক তারপর একে একে বিশিষ্টজনদের বিভিন্ন মন্তব্যের পাশাপাশি এগোতে থাকে অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানের পাশাপাশি সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যবস্থা ছিল হেলথ চেকআপেরও। তবে এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কী কী পরিষেবা মিলবে!পরিষেবা পাওয়া যাবে বা কাদের জন্য নতুন করে এই কার্যালয়ের উন্মোচন করা হল? সে বিষয় নিয়ে জানা যায় যে সমস্ত পরিষেবা পাওয়ার জন্য প্রাক্তন সেনাপতিদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হতো এখন এই কার্যালয় এলেই সে সমস্ত সুবিধা মিলবে।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2025 7:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: বীরভূম জেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতি কার্যালয়ের উন্মোচন!কী সুবিধা মিলবে জানেন?






