Bikramjit Sau In Police Station: বীরভূমে জমজমাট নাটক, টিএমসিপি-র বহিষ্কৃত জেলা সভাপতি ভোর ছ'টায় থানায়, কাণ্ডটা কী

Last Updated:

Bikramjit Sau In Police Station: পরবর্তীতে আবারও বিক্রমজিৎকে ডাকা হতে পারে।

সাসপেন্ড বীরভূম জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ গেলেন থানায়
সাসপেন্ড বীরভূম জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ গেলেন থানায়
সিউড়ি: সাত সকালে সিউড়ি থানায় হাজিরা দিয়েছেন বহিষ্কৃত টিএমসিপি বীরভূম জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ। আজ সকাল ছ’টা থেকে সাড়ে ছ’টার মধ্যে হাজির হয়েছিলেন বিক্রমজিৎ সাউ। জানা গিয়েছে, প্রায় দেড় ঘণ্টা ধরে জিজ্ঞেসাবাদ করা হয় বিক্রমজিৎকে। মূলত কেন এই কাজ করেছে? কখন করেছে? এই সব নানা প্রশ্ন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিক্রমজিৎ প্রশ্নের উত্তর দিয়েছে। এবার তাঁর উত্তর খতিয়ে দেখা হবে। পরবর্তীতে আবারও বিক্রমজিৎকে ডাকা হতে পারে।
তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য রবিবার একটি চিঠি লিখে বিক্রমজিৎ সাউ সাসপেন্ড করার নির্দেশ দেন। বিষয়টি নিয়ে তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী বলেন, ‘ছাত্র সংগঠনের ব্যাপার। আমি সবটা জানি না।’
advertisement
advertisement
বোলপুর থানার আইসিকে কুরুচিকর ভাষায় আক্রমণ করায় ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে। অনুব্রতর পাশে দাঁড়িয়ে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউকে বলতে শোনা যায়, ‘লিটন হালদারের দম থাকলে, বুকের পাটা থাকলে সত্যি কথাটা জানাও।’ রবিবারই ছাত্র পরিষদের সেই সভাপতিকে পদ থেকে সরানোর হলো। শুধু তাই নয়, দল থেকেও ৬ বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হল।
advertisement
Supratim Das
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bikramjit Sau In Police Station: বীরভূমে জমজমাট নাটক, টিএমসিপি-র বহিষ্কৃত জেলা সভাপতি ভোর ছ'টায় থানায়, কাণ্ডটা কী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement