West Bardhaman News : একটা মোমবাতিতেই বেরিয়ে যাবে পুজোর ষষ্ঠী থেকে দশমী, বাজারে ধামাকা! আজই আনুন...
- Published by:Debolina Adhikari
- local18
- Reported by:Nayan Ghosh
Last Updated:
একটি মোমবাতির উচ্চতা ৪ ফুট থেকে ৬ ফুট পর্যন্ত। মোমবাতিগুলির ওজন কয়েক কেজি পর্যন্ত।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : শুরু হয়েছে নবরাত্রি। সপ্তাহ ঘুরলেই বাঙালির দুর্গাপুজো, বাঙালির উৎসব পুরোদমে শুরু হয়ে যাবে। কিন্তু দুর্গাপুজো শুধু বাঙালির কাছে উৎসব বা আবেগ নয়। দুর্গাপুজো মানে দেবীর কাছে মনস্কামনা জানানো। তার কাছে প্রার্থনা করা।
দেবীর সামনে প্রজ্বলন করা প্রদীপ অথবা মোমবাতি। আর এমন ভক্তদের জন্য বাজারে এসে গিয়েছে বিশাল বিশাল মোমবাতি। এক একটি মোমবাতিতে পেরিয়ে যাবে পুজোর চারটে দিন।
advertisement
জেলার বিভিন্ন দোকানে বিশাল বিশাল আকারের এই মোমবাতির দেখা পাওয়া যাচ্ছে। একটি মোমবাতির উচ্চতা ৪ ফুট থেকে ৬ ফুট পর্যন্ত। মোমবাতিগুলির ওজন কয়েক কেজি পর্যন্ত। তবে ভয় পাওয়ার কোনও বিষয় নেই। বিশাল বিশাল এই মোমবাতিগুলির দাম কিন্তু সাধ্যের মধ্যেই। নানা মাপের, নানা রঙের বিশাল আকারের মোমবাতি ব্যাপকভাবে বাজারে বিক্রি হচ্ছে দুর্গাপুজোর আগে। চাহিদা বাড়ছে হু-হু করে।
advertisement
বিক্রেতারা দাবি করছেন, অনেকেই পুজোর সময় একটানা চার দিন প্রদীপ অথবা মোমবাতি জ্বালিয়ে রাখতে চান। তাদের জন্য বিশাল আকারের এই মোমবাতিগুলি দারুণকার্যকরী। যেহেতু এই মোমবাতিগুলি আকারে অনেকটা বড়, তাই দীর্ঘক্ষণ জ্বলতে পারে। যার ফলে ক্রেতারা লাভবান হন। ক্রেতারা দারুণভাবে এই মোমবাতি পছন্দ করছেন। তাছাড়াও চিরচেনা ছোট মোমবাতির থেকে নতুন ধরনের এই মোমবাতি গুলি দেখতেও সুন্দর।
advertisement
ইতিমধ্যেই পুজোর আগে ব্যাপকভাবে বিশাল আকারের এই মোমবাতিগুলির চাহিদা বেড়েছে। যদিও অন্যান্য মোমবাতিও বিক্রি হচ্ছে। বিশেষ করে ডেকোরেটিভ মোমবাতির চাহিদা বিগত কয়েক বছরে বেড়েছে।
পুজোর সময় মন্দির সাজানোর জন্য অনেকেই ছোট মোমবাতিগুলি কিনছেন। পাশাপাশি যারা নবরাত্রি পালন করছেন বা বাড়িতে যাদের দুর্গাপুজো হয়, তাঁদের ক্ষেত্রে বড় মোমবাতির চাহিদা অনেকটা বেশি।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2024 10:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : একটা মোমবাতিতেই বেরিয়ে যাবে পুজোর ষষ্ঠী থেকে দশমী, বাজারে ধামাকা! আজই আনুন...
