Parenting Tips: সন্তানের পড়াশোনায় মন নেই? মা-বাবারা মাথায় রাখুন ৬টা টিপস, বাচ্চা নিজেই বই নিয়ে বসবে
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
শিশুকে কেবল পড়াশোনা করতে বললেই হবে না৷ বরং বাড়িতেও পড়াশোনার পরিবেশ তৈরি করে ফেলুন৷ নিজেও সারাক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন না৷
আপনার খুদে সদস্যটি প্রায়ই পড়তে তো বসছে কিন্ত সমস্যা হল, পড়ায় মন নেই৷ তাই পরীক্ষায় নম্বরও মোটেও বেশি হচ্ছেনা৷ তাহলে? তা বলে বাচ্চাকে মারধর করবেন না৷ কয়েকটা কারণে সমস্যা হয়৷ আপনিও তাকে একটু বোঝার চেষ্টা করুন৷ তা হলেই দেখবেন আস্তে আস্তে সমস্যা অনেকটা মিটছে৷ দেখে নিন বাচ্চার মনঃসংযোগ বৃদ্ধি পাচ্ছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বাচ্চাদের কোনও প্রশ্ন থাকলে, তার নিবারণ করুন৷ অনেক সময় দেখা যায়, খুদেটি একাধিক প্রশ্নে জেরবার হয়ে মা-বাবারা তাকে থামিয়ে দেয়৷ এতে বাচ্চার আগ্রহ কমে যায়৷ তা না করে তার সঙ্গে কথা বলুন৷ কোনও কারণে, সেই সময় উত্তর দিতে অস্বামর্থ্য হলে সেটিও তাকে বোঝান৷ এতে খুদে সদস্যটিরও আগ্রহ বজায় থাকবে৷ অজানাকে জানার নেশাতেও দেখবেন, সে বই খুলে বসেছেন৷