বছর শেষে এ কার বিয়ে? টলিউড-বলিউড তারকারা মিলেমিশে একাকার! হচ্ছেটা কী?

Last Updated:

Marriage: এত তারকা? কোটি টাকার বিয়ে বীরভূমে! দেখলে চোখ কপালে উঠবে।

+
বীরভূমের

বীরভূমের আরে, টলিউড-বলিউড তারকারা মিলেমিশে একাকার! হচ্ছেটা কী? কার বিয়ে?

বীরভূম: বছরের শুরু থেকেই আম্বানি বাড়ির বিয়ে নিয়ে চলছে চর্চা।বাড়ির বংশের ছোট ছেলের বিয়ে নিয়ে প্রবল উত্তেজনা ভারতের সবচেয়ে বিত্তশালী ধনী পরিবারের।প্রথমে জামনগর, পরে ইউরোপে।এরপর জুলাই মাসের শুরু থেকে একটানা চলতে থাকা প্রিওয়েডিং।
আম্বানির ছোট ছেলের বিয়ে উদযাপন যে রাজকীয় হবে, তা নিয়ে কোনওসন্দেহ ছিল না।একদম রাজকীয় ভাবে ছেলের বিয়ে সম্পন্ন করেন আম্বানি।তবে এ তো গেল মুকেশ আম্বানির ছেলের বিয়ে। ঠিক তেমনইএক বিয়ের আয়োজন করা হয়েছিল বীরভূমে।কী বিশ্বাস হচ্ছে না!
আরও পড়ুন- চিনেবাদাম বেচতেন RBI-এর সামনে, আড়ালে ভয়ঙ্কর এই ‘হাতের কাজ’…! কে সেই ‘মাস্টারমাইন্ড’? যা জানা গেল, শিউরে উঠবেন
তেমনইএক বিশাল বিয়ের আয়োজন করা হয়েছিল বীরভূমের সিউড়ির রবীন্দ্রপল্লী এলাকায়।কথাতেই রয়েছে সখের দাম লাখ টাকা। আর সেই সখ যদি ছেলে অথবা মেয়ের বিয়ে নিয়ে হয় তাহলে তো কোনও কথাই নেই। নিজের সাধ্যমত বিয়ের অনুষ্ঠানে খরচকরে থাকেন বাবা মায়েরা। সেই বিয়ের অনুষ্ঠানে বলিউড বা টলিউডের তারকাদেরও দেখা যায় মাঝে মধ্যে। যেমন সম্প্রতি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে তারকাদের মেলা বসেছিল।
advertisement
advertisement
এবার সিউড়িতে এক ব্যবসায়ী টুলু মন্ডলের মেয়ের বিয়েতে দেখা গেল একগুচ্ছ বলিউড এবং টলিউডের তারকাদের। বলিউডের তারকা সালমান খানের ভাই আরবাজ খান,টলিউডের নায়িকা ঐন্দ্রিলা শর্মা, অঙ্কুশ হাজরা, সুমিত গঙ্গোপাধ্যায়, দর্শনা বণিক, কে ছিলেন না এই বিয়েতে! সিউড়ির রবীন্দ্রপল্লীর প্রায় 16 বিঘা জমি এর উপরে তাজ প্যালেসের আদলে প্যান্ডেল তৈরি করে ধূমধাম করে বিয়ে হয় টুলু মন্ডলের মেয়ের।আলোর রোশনায় ঝলমল করতে থাকে চারিদিক।
advertisement
নিমন্ত্রিত প্রায় কয়েক হাজার অতিথি।রাস্তা দিয়ে পারাপারের সময় গাড়িও দাড়িয়ে যাচ্ছে সঙ্গেমানুষজনও! থমকে দাঁড়িয়ে দেখেছেন সেই প্যান্ডেল,ক্যামেরা বন্দি করেছেন সেই প্যান্ডেলের ছবি।আর সেই ছবি পোস্ট করেছেন নেটিজেনেরা।সোশ্যাল মিডিয়ায় হুহু করে ভাইরাল হয়েছে সেটা।বিয়ের রিলস এ ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। আদৌ কী বিয়ের অনুষ্ঠান নাকি ছবির প্রিমিয়ার বোঝা দায়। তারকা সহ অতিথিদের নিরাপত্তায় মোতায়ন প্রচুর পুলিশ সঙ্গেবেসরকারি নিরাপত্তা রক্ষীরা। শহরের প্রায় প্রত্যেকটি হোটেল বুক করে ফেলা হয় অতিথিদের জন্য।
advertisement
প্রসঙ্গত শনিবার পাথর ব্যবসায়ী টুলু মন্ডল(ওরফে নিজামউদ্দিন)ও ফিরোজা বেগম এর মেয়ে টিনা(ওরফে সালমা সুলতানা) এর সঙ্গেতৌসিফ বিশ্বাস এর বিবাহ সম্পুর্ণ হয়। আর সেই বিয়ের অনুষ্ঠান কার্যত তাগ লাগিয়ে দিয়েছে বীরভূমবাসীর মধ্যে।বীরভূম এর মধ্যে এই প্রথম এত বিগ বাজেটের বিবাহ অনুষ্ঠান নিয়ে নেটিজেনদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা ছিল তুঙ্গে।
advertisement
সৌভিক রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বছর শেষে এ কার বিয়ে? টলিউড-বলিউড তারকারা মিলেমিশে একাকার! হচ্ছেটা কী?
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement