উপনির্বাচনের আগেই সাগরদিঘিতে তুলকালাম, প্রার্থীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মহিলার

Last Updated:

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস শিবির৷ 

 কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, প্রতীকী ছবি।
কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, প্রতীকী ছবি।
সাগরদিঘি: কংগ্রেস দলের প্রার্থী হিসেবে আসন্ন সাগরদিঘি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বায়রন বিশ্বাস। তাঁর বিরুদ্ধে হাওড়ায় বসবাসকারী এক মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠল।  সাঁকরাইল থানায় ওই মহিলা অভিযোগ দায়ের করার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগকারিণীর  সাক্ষ্য অনুযায়ী, অভিযুক্ত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস গত কয়েক বছর ধরে ওই মহিলার সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং চাকরি দেওয়ার অজুহাতে তাঁকে নানাভাবে হয়রানি করেছেন। এমনকি এই বিষয়টি কাউকে জানালে ওই মহিলার ভয়ংকর পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস।
মহিলা পুলিশে যে অভিযোগ জানিয়েছেন তাতে লেখা আছে, “আমি কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে বলেছিলাম আমাকে বিরক্ত করবেন না কিন্তু উনি সেটা না শুনে এবং ১৮-০২-২০২৩ তারিখ থেকে আমাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে বিরক্ত করছেন এবং আমাকে খুব নোংরা ভাষায় হুমকি দিয়েছেন এবং আমাকে এটাও বলেছেন যে আমি এই বিষয়টি কাউকে জানালে তিনি কড়া পদক্ষেপ করবেন”।
advertisement
advertisement
মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত একটি ভিডিও অনুসারে অভিযোগকারিণী ওই মহিলা বলেছেন, কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস তাঁকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যৌন হয়রানি করছে। ওই মহিলা তাঁর স্বামী, সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন, তিনি বলেছেন যে নিতান্ত অসহায় হয়ে ও ভয় পেয়ে এই বিষয়টি বাধ্য. হয়ে পুলিশকে জানিয়েছেন এবং এই বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন।
advertisement
ওই মহিলা আরও বলেন, “কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। সেইজন্যই থানায় অভিযোগ দায়ের করেছি। আমি পুলিশকে অনুরোধ করছি আমাকে প্রয়োজনীয় সুরক্ষা দিতে। ওনার কাছে হোটেলে তোলা আমাদের কিছু ছবি আছে যেখানে উনি আমাকে জোর করে নিয়ে গিয়েছিলেন। আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি, এমন একজন মানুষকে কীভাবে নির্বাচনে লড়তে দেওয়া হয়। এই নেতার নেতৃত্বে কোনো নারী নিরাপদ থাকতে পারেন না”। সমস্ত অভিযোগ মিথ্যা বলে জানিয়েছে, কংগ্রেস শিবির৷ নির্বাচনের আগে ইচ্ছা করেই এই অভিযোগ তোলা হয়েছে বলে দাবি কংগ্রেস শিবিরের।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উপনির্বাচনের আগেই সাগরদিঘিতে তুলকালাম, প্রার্থীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মহিলার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement