অলীকের গ্রেফতারের প্রতিবাদে উত্তপ্ত ভাঙড়, দফায় দফায় চলছে পথ অবরোধ

Last Updated:

ওড়িশার ভুবনেশ্বর থেকে গতকাল গ্রেফতার করা হয় ভাঙড়ের জমি আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে । তারপর থেকেই জ্বলে উঠেছে ভাঙড় ৷

#ভাঙড়: ওড়িশার ভুবনেশ্বর থেকে গতকাল গ্রেফতার করা হয় ভাঙড়ের জমি আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে । তারপর থেকেই জ্বলে উঠেছে ভাঙড় ৷ গতকাল রাত থেকেই দফায় দফায় চলছে প্রতিবাদ-বিক্ষোভ ৷ হয়েছে মশাল মিছিলও ৷ আজ সকাল থেকেও উত্তপ্ত গোটা এলাকা ৷ অলীক চক্রবর্তী গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই ভাঙড়ের নতুনহাটে রাস্তা অবরোধ করছেন কমিটির সদস্যরা ৷ ভাঙড় বকডোবা থেকে হাড়োয়া রোড পর্যন্ত অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে বলে সূত্রের খবর ৷ পথ অবরোধের জেরে বন্ধ যান চলাচল ৷ আজ বিকেলে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন জমি আন্দোলনকারীরা ৷
ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনের অন্যতম মুখ অলীক চক্রবর্তী ৷ বৃহস্পতিবার সকালে ভুবনেশ্বরের মায়েত্রি বিহার কলোনী থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে ৷ বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল ভূবনেশ্বরে গা ঢাকা দিয়েছে অলীক ৷ অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে ওড়িশা ও বেঙ্গল পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েছেন অলীক ৷
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তাঁরা খবর পেয়েছিলেন যে অলীক চক্রবর্তী ভাঙড়ের মাছিভাঙা থেকে বেরিয়ে ভূবনেশ্বরে যাচ্ছেন । সেই খবর মতই গোপনে তদন্ত চালাচ্ছিল পুলিশ ৷ অবশেষে, ভুবনেশ্বরে তাঁর মোবাইল টাওয়ার লোকেশন ধরে সেখানে পৌঁছয় বারুইপুর পুলিশের বিশেষ দল। এরপরই বৃহস্পতিবার বিকেলে অলীকের হদিশ মেলে। তার বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা রয়েছে। আজ অলীককে ভুবনেশ্বর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অলীকের গ্রেফতারের প্রতিবাদে উত্তপ্ত ভাঙড়, দফায় দফায় চলছে পথ অবরোধ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement