Bengaluru Gas Cylinder Blast: বেঙ্গালুরু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! শেষ রক্ষা হল না! মুর্শিদাবাদের চারজনের মৃত্যু  

Last Updated:

Bengaluru Gas Cylinder Blast: গত সোমবার গভীর রাতে কর্ণাটকের রামনগর জেলার বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উপরে  বিডাডি এলাকায় সিলিন্ডারের আগুনে পুড়ে দগ্ধ হন মুর্শিদাবাদের সাত জন পরিযায়ী শ্রমিক।

কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা
কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা
মুর্শিদাবাদ: অগ্নিদগ্ধ হয়ে বেঙ্গালুরু’র হাসপাতালে চিকিৎসাধীন মুর্শিদাবাদের চার জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা য়ায়, মৃত চার জনের মধ্যে হরিহরপাড়া থানা এলাকার জাহিদ আলি (৩৫) এবং বহরমপুর থানা এলাকার সাফিজুল শেখ (৩৫), মিনারুল শেখ (৩৬) ও জিয়াবুর শেখ (৩৫)। প্রথমে মৃত্যু হয় জাহিদের। এর পরে সাফিজুল ও  মিনারুলের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়। তার বেশ কয়েক ঘন্টা পরে মৃত্যু হয় জিয়াবুরের।
গত সোমবার গভীর রাতে কর্ণাটকের রামনগর জেলার বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উপরে  বিডাডি এলাকায় সিলিন্ডারের আগুনে পুড়ে দগ্ধ হন মুর্শিদাবাদের সাত জন পরিযায়ী শ্রমিক। তাঁদের ওই রাতেই স্থানীয় ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো করা হয়। সেখানেই চার দিন ধরে ভর্তি থাকার পরে এ দিন চার জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, বেঙ্গালুরুতে কাজের জায়গায় একটা বড় ঘরে সাত জন শ্রমিক ঘুমিয়েছিলেন। রাতের রান্না শেষ করে কোনও ভাবে গ্যাসের উনুন বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। রাত দুটো নাগাদ ওই সাত জনের মধ্যে এক জন বাথরুমে গিয়েছিলেন। জলন্ত বিড়ি মুখে নিয়ে ঘরে ঢুকতেই গোটা ঘরে দাউদাউ করে আগুন ধরে যায়। ওই আগুনে পুড়ে গুরুতর জখম হন তাঁরা। পাশের ঘরে থাকা অন্য পরিযায়ী শ্রমিকরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে আজ চার জনের মৃত্যু হয়। এ দিকে ওই মৃত্যুর খবর এসে পৌঁছাতেই শোকের পরিবেশ তৈরি হয়েছে গ্রামে। তাদের মরদেহ বাড়ি ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন। হাসপাতাল সুত্রে জানাযায়, এ দিন বেঙ্গালুরু হাসপাতালে ময়নাতদন্তের পরে মৃতদেহগুলি পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। ওই পরিবারের লোকজন আগে থেকে বেঙ্গালুরুতে রয়েছেন।
advertisement
advertisement
মুর্শিদাবাদের যে তিন জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁরা হলেন–বহরমপুর থানার এলাকার পাঁচপীরতলার হাসান মল্লিক,এবং নগড়াজল টিকটিকিপাড়ার তাজিবুর শেখ ও নূর জামাল শেখ।
advertisement
পরিযায়ী শ্রমিকের পরিবার সুত্রে জানাযায়, ‘যে চার জনের মৃত্যু হয়েছে, তাঁদের শরীরের ৭০% পুড়ে গিয়েছিল। চিকিৎসকরা চেষ্টা করেন তাঁদের বাঁচানোর। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের মধ্যে  চার জনের মৃত্যু হয়। বাকি তিন জনের মধ্যে দু’জনের অবস্থাও সঙ্কটজনক।
Kaushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengaluru Gas Cylinder Blast: বেঙ্গালুরু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ! শেষ রক্ষা হল না! মুর্শিদাবাদের চারজনের মৃত্যু  
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement