Bengali News: টেরাকোটায় বাঁকুড়াকে টেক্কা দিচ্ছে পুরুলিয়া, শিল্পরীতি অনেকটাই ভিন্ন

Last Updated:

বাঁকুড়ার থেকে পুরুলিয়ার টেরাকোটার কাজ অনেকটা অন্যরকম। এখানকার টেরাকোটা শিল্প মডার্ন আর্টের উপর তৈরি হচ্ছে

+
টেরাকোটা

টেরাকোটা সেমিনার

পুরুলিয়া: বাংলার শিল্পীদের হস্তশিল্পের কারুকার্য বরাবরই নজর কাড়ে। বঙ্গের বিভিন্ন প্রান্তে শিল্পীদের নানান হস্তশিল্পের সম্ভার দেখতে পাওয়া যায়। ‌টেরাকোটা শিল্প তার মধ্যে অন্যতম একটি হস্তশিল্প। আর বাঁকুড়া জেলা এই টেরাকোটা শিল্পে বিশ্ববিখ্যাত। যদিও বর্তমানে টেরাকোটার কাছে আর মোটেও বাঁকুড়ার থেকে পিছিয়ে নেই লাল মাটির জেলা পুরুলিয়াও। এখানেও টেরাকোটা শিল্পের অনন্য সুন্দর সব নিদর্শন দেখতে পাওয়া যায়।
বাঁকুড়ার থেকে পুরুলিয়ার টেরাকোটার কাজ অনেকটা অন্যরকম। এখানকার টেরাকোটা শিল্প মডার্ন আর্টের উপর তৈরি হচ্ছে। ‌এই টেরাকোটার অভিনবত্ব হল হিউম্যান ফিগারের উপর এর শিল্পকলা প্রদর্শিত হয়। পুরুলিয়ার শিল্পী ভাস্কর ঘোষ গত তিন বছর ধরে এই অভিনব টেরাকোটা শিল্পের কাজ করছেন শহর পুরুলিয়ায়। এবার তিনি ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ করে তাক লাগিয়ে দিলেন শহরবাসীদের।
advertisement
advertisement
শনি ও রবিবার দু-দিনব্যাপী একটি ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ হয় টেরাকোটা শিল্পের উপর। এখানে দেশ-বিদেশ ও ভিন জেলা থেকে বহু শিল্পী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে অনেকেই টেরাকোটা শিল্পের প্রদর্শনীতে অংশগ্রহণ করতে প্রথমবার লাল মাটির এই জেলায় পা রেখেছিলেন। এই বিষয়ে শিল্পী ভাস্কর ঘোষ বলেন, এটা তাঁর তৃতীয় ওয়ার্কশপ। এই বছর ওয়ার্কশপের বিশেষত্ব হল, দেশ-বিদেশ থেকে শিল্পীরা এই ওয়ার্কশপে‌ অংশগ্রহণ করেছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই কর্মশালয় অংশ নেওয়া এক ভিনদেশী শিল্পী বলেন, টেরাকোটার ওয়ার্কশপের জন্য প্রথম ভারতে আসা। এই ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পেরে ভীষণই ভাল লাগছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: টেরাকোটায় বাঁকুড়াকে টেক্কা দিচ্ছে পুরুলিয়া, শিল্পরীতি অনেকটাই ভিন্ন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement