Bengali News: 'হাতুড়ে'-দের প্রশিক্ষণ শুরু! গ্রামীণ চিকিৎসকদের 'গণ্ডি' বেঁধে দেবে সরকার
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
গ্রামের অসুস্থ মানুষের প্রাথমিক চিকিৎসা, সন্তান প্রসবের আগে এবং পরে কীভাবে প্রসূতিদের যত্ন নিতে হবে, কীভাবে শুশ্রুষা করতে হবে তা হাতেকলমে শেখানো হচ্ছে এই প্রশিক্ষণ শিবিরে
দক্ষিণ ২৪ পরগনা: গ্রামীণ চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ শুরু হল। সরকারি উদ্যোগে কুলপি, বাসন্তি এবং কুলতলির ১৫০ জন ‘হাতুড়ে ডাক্তার’-কে হাতেকলমে চিকিৎসার পাঠ দেওয়া হচ্ছে। আগামী দিনে বাকিদেরও ধাপে ধাপে এই প্রশিক্ষণ দেবে জেলা স্বাস্থ্য বিভাগ।
জানা গিয়েছে, গ্রামের অসুস্থ মানুষের প্রাথমিক চিকিৎসা, সন্তান প্রসবের আগে এবং পরে কীভাবে প্রসূতিদের যত্ন নিতে হবে, কীভাবে শুশ্রুষা করতে হবে তা হাতেকলমে শেখানো হচ্ছে এই প্রশিক্ষণ শিবিরে। এমনিতেই দক্ষিণ ২৪ পরগনা জেলায় গ্রামীণ চিকিৎসকদের নিয়ে অভিযোগের অতন্ত নেই। কোথাও তাঁরা বাড়িতেই প্রসব করাচ্ছেন, কেউ আবার চিকিৎসাটাই ভুল করছেন। তাঁদের হাতে রোগী মৃত্যুর ভুরি ভুরি অভিযোগ আছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতেই তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বাসন্তিতে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা বলেন, যাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে তাঁরা আগে কখনও এমন পাঠ নেননি। চিকিৎসার প্রাথমিক পাঠ ছাড়াও কী করণীয় আর কী নয়, তাঁদের এক্তিয়ারই বা কতটা সব কিছু বলে দেওয়া হবে।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2024 7:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: 'হাতুড়ে'-দের প্রশিক্ষণ শুরু! গ্রামীণ চিকিৎসকদের 'গণ্ডি' বেঁধে দেবে সরকার