Madhyamik Examination 2024: হাতি অধ্যুষিত এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা বন দফতরের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
দুটি বাস দেওয়া হয়েছে খামার হাইস্কুলর জন্য, ও একটি বাস দেওয়া হয়েছে রামাশ্রম হাইস্কুলের জন্য
পুরুলিয়া: পর পর দু’দিন মোটামুটি নির্বিঘ্নেই মিটেছে মাধ্যমিক পরীক্ষা। যদিও প্রশ্ন ফাঁসের ঘটনাও ঘটেছে। এরই মধ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জঙ্গল লাগোয়া এলাকার পরীক্ষার্থীদের জন্য। পুরুলিয়াতেও সেই বন্দোবস্ত হয়েছে। জঙ্গলমহলের বেশ কিছু এলাকা হাতি অধ্যুষিত। তার মধ্যে অন্যতম ঝালদা-১ ব্লক। এই এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন জঙ্গল লাগোয়া খামার হাইস্কুল ও রামাশ্রম হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তিনটি বাসের ব্যবস্থা করেছে।
দুটি বাস দেওয়া হয়েছে খামার হাইস্কুলর জন্য, ও একটি বাস দেওয়া হয়েছে রামাশ্রম হাইস্কুলের জন্য। এই বাসে করে পরীক্ষার্থীদের তাদের পরীক্ষাকেন্দ্রে র্পৌঁছনো হচ্ছে। পরীক্ষা শেষ হওয়ার পর পুনরায় তাদের বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। বাসে নিরাপত্তার জন্য থাকছে একজন করে বনকর্মী। এই বিষয়ে এক পরীক্ষার্থী জানান, তাদের জন্য বন দফতর থেকে বাসের যে ব্যবস্থা করেছে তা খুবই ভাল উদ্যোগ। এতে তাদের অনেকটাই উপকার হয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিষয়ে এক অভিভাবক জানান, জঙ্গলমহলের এই এলাকাগুলিতে হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর ভয় থাকে। তাই এই এলাকাগুলিতে বাসের ব্যবস্থা করায় পরীক্ষার্থীদের জন্য অনেকটাই সুবিধা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে আমরা ভীষণই খুশি। হাতি অধ্যুষিত এলাকাগুলির ছাত্র-ছাত্রীরা যাতে সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা দিতে পারে সেই কারণেই বন দফতর তাদের জন্য বাসের ব্যবস্থা করেছে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2024 5:31 PM IST