Wonder Child: সাড়ে তিন বছরের খুদে ১০০ প্রশ্নের উত্তর দিচ্ছে সাড়ে তিন মিনিটে! ঠোঁটের ডগায় জিকে
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জয়ন্তীপুরে বাড়ি পৃথ্বীরাজের। মাত্র তিন বছর চার মাস বয়সে সে পেয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের প্রশংসা
পশ্চিম মেদিনীপুর: প্রতিভা বয়সের উপর নির্ভর করে না। সাড়ে তিন বছরের পৃথ্বীরাজ দত্তকে দেখলে এমনটাই মনে হবে। এই বয়সেই যাবতীয় সাধারণ জ্ঞান যেন তার ঠোঁটের ডগায়। যা প্রশ্ন করবেন খই ফোটার মত করে সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে। নিমেষে বলতে পারে একশোটি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর। মাত্র সাড়ে তিন মিনিটে একশোটি জিকের প্রশ্নের উত্তর দিয়ে সবাইকে চমকে দিয়েছে সে।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জয়ন্তীপুরে বাড়ি পৃথ্বীরাজের। মাত্র তিন বছর চার মাস বয়সে সে পেয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের প্রশংসা। ১০০টি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি এই খুদে বিভিন্ন কবিতা ও মাসের নাম গড়গড় করে বলে দিতে পারে। মাত্র দেড় বছর বয়স থেকে সে সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মায়ের প্রচেষ্টায় স্কুলের গণ্ডি প্রবেশ করার আগেই গলায় উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মেডেল।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পশ্চিম মেদিনীপুরের এই বিস্ময় বালকের কীর্তিতে হতবাক প্রতিবেশীরাও। কীভাবে এত অল্প বয়সে এত কিছু একটি শিশু মনে রাখতে পারে এবং জিজ্ঞেস করলে তার নির্ভুলভাবে বলেও দেয় সেটা ভেবে পাচ্ছেন না তাঁরা। প্রতিদিনই পৃথ্বীরাজের কথা শুনে কেউ না কেউ তাকে দেখতে আসে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 03, 2024 5:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wonder Child: সাড়ে তিন বছরের খুদে ১০০ প্রশ্নের উত্তর দিচ্ছে সাড়ে তিন মিনিটে! ঠোঁটের ডগায় জিকে








