Bengali News: আজব কাণ্ড! জেল থেকে পালাতে গিয়ে পাঁচিলের উপর আটকে থাকল বন্দি
- Reported by:KOUSHIK ADHIKARY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
শনিবার বেলা বারোটা নাগাদ সবাই যখন ব্যস্ত ঠিক তখনই নজরে আসে জঙ্গিপুর উপ-সংশোধনাগারের এক বিচারাধীন বন্দি পালানোর চেষ্টা করছে
মুর্শিদাবাদ: ছিল জেল ভেঙে পালানোর ছক। সেই মত করেছিলেন প্ল্যান। কিন্তু অদ্ভুতভাবে তা সফল হয়েও শেষ পর্যন্ত হল না। উপ-সংশোধনাগারের পাঁচিলে উঠেও আটকে গেলেন বন্দি, ওভাবেই থাকলেন প্রায় আধ ঘণ্টা। জেল পালানোর অভিযোগে অভিযুক্ত হয়ে ওই বিচারাধীন বন্দির আবারও ঠাঁই হল সেই জঙ্গিপুর উপ-সংশোধনাগারে’ই।
শনিবার বেলা বারোটা নাগাদ সবাই যখন ব্যস্ত ঠিক তখনই নজরে আসে জঙ্গিপুর উপ-সংশোধনাগারের এক বিচারাধীন বন্দি পালানোর চেষ্টা করছে। সে জেলের পাঁচিলের উপর উঠে পড়েছে। অথচ আগে থেকে ভালোভাবে পরিকল্পনা করে রেখেছিলেন তিনি। সেইমত মই জোগাড় করে পাঁচিলে উঠে পড়েন। এরপরই বাকি বন্দি ও জেলের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের নজরে পড়ে বিষয়টি। তারপর কেড়ে নেওয়া হয় মই। আর তাতেই বেকায়দায় পড়ে যান ঐ বিচারাধীন বন্দি। অনেক চেষ্টা করেও আর পারেননি তিনি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে নিরাপত্তা জনিত কারণে ওই বন্দির নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। এদিকে মই কেড়ে নেওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে উপ-সংশোধনাগারের মাঠেই নেমে আসেন তিনি। এতে হাঁফ ছেড়ে বাঁচে কারা কর্তৃপক্ষ।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 03, 2024 4:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: আজব কাণ্ড! জেল থেকে পালাতে গিয়ে পাঁচিলের উপর আটকে থাকল বন্দি









