Madhyamik Examination 2024: জুতো হাতে নিয়ে খালি পায়ে হেঁটে পৌঁছতে হচ্ছে পরীক্ষাকেন্দ্রে! মাধ্যমিকের বেহাল ছবি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
পূর্ব বর্ধমানের এই মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে রীতিমত জুতো হাতে করে খালি পায়ে হেঁটে যেতে হচ্ছে পরীক্ষার্থী ও অভিভাবকদের
পূর্ব বর্ধমান: পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পায়ের জুতো হাতে করে নিয়ে যেতে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের! জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে এসে এমন সমস্যায় পড়ায় মানসিকভাবে ধাক্কা খেয়েছে পরীক্ষার্থীরা। বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন অভিভাবকরাও। মাধ্যমিক পরীক্ষার্থীদের এমন ভোগান্তির দৃশ্য দেখা গেল রায়না-১ ব্লকের কুকুরা অনিলাবালা উচ্চবিদ্যালয়ে।
পূর্ব বর্ধমানের এই মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে রীতিমত জুতো হাতে করে খালি পায়ে হেঁটে যেতে হচ্ছে পরীক্ষার্থী ও অভিভাবকদের। কুকুরা অনিলাবালা উচ্চবিদ্যালয়ে পৌঁছনোর আধ কিলোমিটার আগে থেকে মোরামের রাস্তা একেবারে বেহাল অবস্থায় আছে। কয়েকদিন আগে বৃষ্টির পর একেবারে কর্দমাক্ত হয়ে উঠেছে এই রাস্তাটি। ফলে রাধা বাজার থেকেই পায়ের জুতো হাতে নিয়ে খালি পায়ে হেঁটে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হচ্ছে পরীক্ষার্থীদের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তবে সমস্যার শেষ এখানেই নয়। অভিভাবকরা এমনিতেই রাস্তার অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন। তার উপর তাঁদের অভিযোগ, এই পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের বসা বা বিশ্রাম নেওয়ার কোনও ব্যবস্থা রাখা হয়নি। এমন স্কুলকে কেন মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। সব মিলিয়ে বেশ বিপাকে পড়েছে কয়েকশো মাধ্যমিক পরীক্ষার্থী।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2024 4:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Examination 2024: জুতো হাতে নিয়ে খালি পায়ে হেঁটে পৌঁছতে হচ্ছে পরীক্ষাকেন্দ্রে! মাধ্যমিকের বেহাল ছবি
