London Big Ben: বাংলার 'বিগ বেন'! ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ঘড়ি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
এই স্তম্ভ ঘড়িটির নকশা করেন জনৈক সাগর মিস্ত্রি। ইনি হলেন ঐতিহাসিক হাজারদুয়ারি প্রাসাদের স্থপতিকার
মুর্শিদাবাদ: বাংলা, বিহার ও ওড়িশার নবাব নাজিম হুমায়ুন খাঁ-এর রাজত্বকালে নির্মাণ করা হয়েছিল স্তম্ভ ঘড়ি। এটিকে ঘণ্টা ঘড়িও বলা চলে। এই ঘড়ির ঘণ্টার ঢং ঢং শব্দ অনেক দূর থেকে শোনা যেত। তাই একে মুর্শিদাবাদের ‘বিগ বেন’-ও বলেন অনেকে।
আরও পড়ুন: হাতির হানা থেকে বাঁচাবে ‘ঐরাবত’! এসকর্টের নিরাপত্তায় পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীরা
এই স্তম্ভ ঘড়িটির নকশা করেন জনৈক সাগর মিস্ত্রি। ইনি হলেন ঐতিহাসিক হাজারদুয়ারি প্রাসাদের স্থপতিকার। কিন্তু আজ আর চলে না সেই ঘড়ি। জানা যায়, ১৮২৯ সালে নাজিম হুমায়ুন-এর আমলে তৈরি করা হয়েছিল এটি। ঘড়ির ভেতরের সমস্ত কিছুই ছিল সোনার। ব্রিটিশরা দেশ ছেড়ে চলে যাওয়ার সময় এই ঘরির সোনার পাতাগুলো খুলে নিয়ে যায় বলে কথিত আছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
স্তম্ভের চারিদিকে চারটে ঘড়ি লাগানো ছিল। আগে দিনে দু’বার করে ঘড়িতে দম দেওয়া হলেও আজ সব কিছুই অতীত। স্তম্ভের মধ্যে ইতিহাস বহন করে ঘড়ির খোলসটাই শুধু দাঁড়িয়ে আছে, তা আজ আর চলে না। মনে করা হয়, ভাগীরথী দিয়ে যাতায়াত করা নৌকো এবং অন্যান্য জলযানের যাত্রী ও চালকদের সুবিধার্থেই এই মিনার বা স্তম্ভ তৈরি করা হয়েছিল। সম্ভবত ওই কারণেই ঘড়ির মুখ নদীর দিকে ছিল। আজও ভাগীরথীর অন্য পাড় থেকেও দেখা যায় ঘড়িটি।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2024 2:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
London Big Ben: বাংলার 'বিগ বেন'! ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে ঘড়ি
