Madhyamik Examination 2024: হাতির হানা থেকে বাঁচাবে 'ঐরাবত'! এসকর্টের নিরাপত্তায় পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
গত বছর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই গজলডোবায় হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। সেই ভয়াবহ স্মৃতি মাথায় রেখেই এবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার
শিলিগুড়ি: হাতির আক্রমণ থেকে বাঁচাতে এগিয়ে এসেছে ‘ঐরাবত’ মাধ্যমিক পরীক্ষার্থীদের এসকর্ট করে নিশ্চিন্তে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিচ্ছে সে। শুক্রবার থেকে শুরু হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন এই দৃশ্য দেখা গেল দক্ষিণবঙ্গের জঙ্গলমহলের পাশাপাশি উত্তরবঙ্গের জঙ্গল লাগোয়া প্রতিটি এলাকায়।
গত বছর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই গজলডোবায় হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। সেই ভয়াবহ স্মৃতি মাথায় রেখেই এবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। তারই অংশ হিসেবে উত্তরবঙ্গের জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে পরীক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে মোতায়েন করা হয়েছে বনকর্মীদের। সেই সঙ্গে পড়ুয়াদের গাড়ি নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে কাজে লাগানো হচ্ছে বন বিভাগের বিশেষ যান ঐরাবতকে।
advertisement
advertisement
বাগডোগরা বনদফতরের উদ্যোগে এমএম তরাই, পানিঘাটা, তরিবারি সহ জঙ্গল ঘেঁষা এলাকার পরীক্ষার্থীদের সরকারি বাসে এসকর্ট করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মাধ্যমিক পরীক্ষার্থীদের সবরকম সহযোগিতার বার্তা দেন বাগডোগরা বিন দফতরের রেঞ্জার সোনম ভুটিয়া। তিনি জানান, সকালে হাতি বেরিয়েছিল। হাতির দিকে নজরদারি রয়েছে। তবে আমরা পরীক্ষার্থীদের কোনওরকম সমস্যা হতে দিইনি। ৫ টি গাড়িতে করে পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বাগডোগরা ফরেস্ট রেঞ্জার জানান, বন দফতরের চারটি গাড়ি ও পরিবহণ দফতরের একটি বাসে বাগডোগরা ও লাগোয়া এলাকার ৫৬ জন পরীক্ষার্থীকে নানান কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি গাড়ির সামনে একটি করে বন দফতরের বিশেষ গাড়ি ঐরাবত ছিল। সেখানে ঘুমপাড়ানি গুলি, জাল থেকে শুরু করে সমস্ত অত্যাধুনিক সামগ্রী মজুত থাকে। পাশাপাশি বন দফতরের ভ্যান গাড়িগুলির সামনে পিছনে ছিল।
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2024 1:59 PM IST
